আলাপ:র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

CopyVio + Needs cleanup[সম্পাদনা]

Where is this excerpt taken from? -- অর্ণব 08:45, ৭ এপ্রিল ২০০৬ (ইউটিসি)

হুবুহু কপি মনে হচ্ছে। --রাগিব (আলাপ | অবদান) ০২:০৪, ২৮ জুন ২০০৬ (ইউটিসি)[উত্তর দিন]


এই নিবন্ধটা বেশ অসংলগ্ন মনে হচ্ছে। --অতনু ১২:৪৬, ২৬ আগস্ট ২০০৬ (ইউটিসি)[উত্তর দিন]

Also see: en:RAB, en:rab, en:Rab (disambiguation). --সপ্তর্ষি(আলাপ | অবদান) ০৮:৪৩, ২৯ ডিসেম্বর ২০০৬ (ইউটিসি)[উত্তর দিন]

র‌্যাব নাকি ব়্যাব[সম্পাদনা]

র‌্যা-তে কোনো সমস্যা হয়েছে। এভাবে র‌্যাব লিখলে ও গুগলে সার্চ দিলে আসছে র্যাব। তাই ব়্যাব-এ সরিয়ে নিয়েছি। পিসির ফন্টে কোনো সমস্যা দেখা যাচ্ছে না। শুধু অ্যাড্রেস বারে নিলেই ইউআরএল-এর ক্ষেত্রে পার্থক্য বোঝা যাচ্ছে। "র‌" আর "ব়" এই দুটো গোলমাল করছে। — তানভির আলাপ অবদান ১১:২০, ১৮ মার্চ ২০১০ (ইউটিসি)[উত্তর দিন]

র‌্যা কিন্তু আমার কম্পিউটারে ঠিকই দেখাচ্ছে। যা সঠিক ইউনিকোড র দিয়েই তৈরি। ব়্যাব এর ব়টি সঠিক র নয়। রেফারেন্স দেখার জন্য এটা দেখুন।--বেলায়েত (আলাপ | অবদান) ১১:২৭, ১৮ মার্চ ২০১০ (ইউটিসি)[উত্তর দিন]

র‌্যাপিড না ৠাপিড[সম্পাদনা]

আমার তো মনে হয় ৠাপিড হবে। র‌্যাপিড লিখলে তো ভেঙে যাচ্ছে। র-এর পরে কীরকম একটা গোল চিহ্ন সহ হসন্ত এসে তার পরে যা আসছে। কিন্তু ৠাপিড তো মনে হয় সঠিক? বিবিসি বাংলাযর ওয়েবসাইটে ও ৠাবের অফিসিয়াল ওয়েবসাইটে দেখলাম ৠ (র-এ যফলা) ঠিকই দেখাচ্ছে, তাহলে আপনাদের ওয়েবসাইটে এরকম দেখাচ্ছে কেন? 117.194.229.141 (আলাপ) ০৬:৫২, ২৭ ডিসেম্বর ২০১০ (ইউটিসি)[উত্তর দিন]

আচ্ছা আপনারা র-এ যফলা লেখেন ঠিক কীভাবে আমাকে অনুগ্রহ করে বলবেন কেউ? আমি র-এ যফলা দিতে গেলেই তা হয়ে যায় র‍‍্য। অর্থাৎ র আর যফলার মাঝখানে একটি গোলাকার বস্তু চলে আসছে। উল্লেখ্য আমি অভ্র ফোনেটিক ব্যবহার করি এবং র-এ যফলা দেওয়ার চেষ্টা করি ry টাইপ করে। কিন্তু ry টাইপ করার সঙ্গে সঙ্গেই চলে আসে র‍‍্য। ফলে র‍‍্যপিড, র‍‍্যাগিং, র‍‍্যাম, র‍‍্যাপার, ইত্যাদি যাই লিখতে যাই না কেন, এই সমস্যার উদ্ভব হচ্ছে। এই অনভিপ্রেত গোল চিহ্নটি দূর করার ব্যাপারে কেউ সাহায্য করতে পারলে বাধিত হব। তৃণাঞ্জন (আলাপ) ১৪:০৩, ৩০ ডিসেম্বর ২০১০ (ইউটিসি)[উত্তর দিন]