আলাপ:রাওয়ায়েউল বয়ান

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: Owais Al Qarni কর্তৃক ২ বছর পূর্বে "শিরোনাম" অনুচ্ছেদে

শিরোনাম[সম্পাদনা]

@আফতাবুজ্জামান এবং মো. মাহমুদুল আলম: এ নিবন্ধটির শিরোনাম শুধু রাওয়ায়েউল বয়ান রাখলে ভালো হয়। যেটা আরবিতে রাখা হয়েছে। যেমনঃ আল-জামি আল-সাহীহ আল-মুসনাদ মিন উমুরি রাসূলিল্লাহ ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি এটাকে আমরা এককথায় সহীহ বুখারী লিখি। আরবি ট্রেডিশনাল গ্রন্থগুলোর নাম সাধারণত এরকম ছড়ার মত লম্বা হয়।

@মো. মাহমুদুল আলম: এরকম সূত্রহীন নিবন্ধ অনুবাদের ক্ষেত্রে একটু খেয়াল রাখলে ভালো হয়। আবার যেকোনো সময় অপসারণ প্রস্তাবনা আসতে পারে, যেহেতু সূত্র নাই।–ধর্মমন্ত্রী (আলাপ) ২০:৪৪, ৪ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@মো. মাহমুদুল আলম: সূত্র বলতে সাধারণত বইটার উপর লেখক, প্রকাশক ব্যতীত তৃতীয় কারও লিখিত পর্যালোচনা বুঝায়। গুগলে সার্চ দিয়ে যেটা পাওয়া যায়, সেটাই তথ্যসূত্র হিসেবে গ্রহণযোগ্য হবে না। যেমন: এটা জাতীয় পত্রিকায় পর্যালোচনা হলেও তাৎপর্যপূর্ণ কভারেজ হিসেবে এটা গ্রহণযোগ্য নয়, এটা মূলত বিজ্ঞাপন। আবার রকমারি.কম এরকম বই বিক্রির সাইটও তথ্যসূত্র নয়, এগুলো বিজ্ঞাপন। আপনার এখানে যোগকৃত প্রথম ৩টা সূত্র নয়, সূত্র বলতে চতুর্থটার মত।:)–ধর্মমন্ত্রী (আলাপ) ২০:০৪, ৫ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন