আলাপ:মানবহিতৈষণা

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

মনুষ্যরূপ শব্দের ব্যবহার[সম্পাদনা]

সুপ্রিয় @Kabir.bmc007:, মানবহিতৈষণা নিবন্ধটি অনুবাদের জন্য আপনাকে ধন্যবাদ। নিবন্ধটিতে মানবহিতৈষণা শব্দের পরিবর্তে মনুষ্যরূপ শব্দটি বহুলভাবে ব্যবহার হয়েছে। দয়া করে, সঠিক শব্দ ব্যবহার করুন এবং অনুবাদটিকে আরেকটু প্রাঞ্জল করার চেষ্টা করুন। আমি একটি অনুচ্ছেদ করে দিয়েছি, সাহায্যের জন্য দেখতে পারেন। নিবন্ধটি পুনরায় জমাদানের প্রয়োজন নেই। আমি নিজেই পরে দেখে নিবো। উইকিপিডিয়ায় আপনার অবদানের জন্য আবারও ধন্যবাদ। শুভকামনা রইল। S Shamima Nasrin (আলাপ) ১০:২৯, ১১ মার্চ ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

সুপ্রিয় @S Shamima Nasrin:, ব্যবহারকারী:NahidSultan/নিবন্ধ তালিকাতে মনুষ্যরূপ দেয়া ছিল,তাই শব্দটি বহুলভাবে ব্যবহার করেছি। আমার মতে, মনুষ্যরূপ/মানবহিতৈষণার থেকে মানবত্ববাদ শব্দটি বেশি গ্রহণযোগ্য। নিবন্ধের মানউন্নয়নে সাহায্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। Kabir (আলাপ) ১৩:১১, ১১ মার্চ ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]