আলাপ:মহাবিশ্ব

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ছায়াপথ[সম্পাদনা]

সুপ্রিয় মুহাম্মদ -আপনার ইমেইল না পেয়ে এখানেই লিখছি। গ্যালাক্সিকে ছায়াপথ বলতে চাইলে বলতে পারেন। কিন্তু সব ইংরেজীকে বাংলা করার কোন প্রয়োজন আমি দেখি না। কোপের্নিকাসকে দেখলাম কোপের্নিকুস করেছেন। ঐতিহাসিক ভাবে অনেক জিনিস আমরা ইংরেজী থেকে আত্মস্থ করেছি। নতুন করে লাতিন ঘেঁটে একটা সহজ ব্যাপারকে কঠিন করার দরকার দেখি না। যাইহোক এই নিয়ে কথা না বাড়িয়ে বলব "মহাবিশ্ব" নিবন্ধে অনেক কিছু যোগ করার ইচ্ছে ছিল। আপনি সংশোধন করাটা একবারে মাস দুয়েক পরে করুন, নইলে এই নিবন্ধটিকে আপনাকেই শেষ করতে হবে।

প্রিয় দীপেন দা, আমিও সকল শব্দকে বাংলা করার পক্ষপাতি নই। কিন্তু যে শব্দের বাংলা আমাদের ইতিমধ্যে আছে সেগুলো পরিত্যাগ করা কি ঠিক হবে? আচ্ছা আমি এই নিবন্ধে আর হাত দিচ্ছি না। আপনি নিজের মত করে যোগ করতে থাকুন। পরে পরিভাষা নিয়ে সবাই মিলে আলোচনা করা যাবে। কথা হচ্ছে এখানে যে নিবন্ধটি যে নামে আছে অন্য সব নিবন্ধে সেই নামই ব্যবহার করা উচিত, নয়তো বিশ্বকোষটির ভারসাম্য থাকে না, এক পৃষ্ঠার সাথে আরেক পৃষ্ঠার লিংকিং ও করা যায় না। যেমন ছায়াপথের পরিবর্তে যদি গ্যালাক্সি, ব্যবহার করতে হয় তাহলে মূল ছায়াপথ নিবন্ধটিকেই গ্যালাক্সিতে সরিয়ে নিতে হবে। তারপর সব জায়গায় গ্যালাক্সি ব্যবহার করতে হবে। কিন্তু উইকিতে অনেকের সিদ্ধান্তক্রমে অনেক আগে থেকেই ছায়াপথ ও আকাশগঙ্গা আলাদাভাবে ব্যবহৃত হয়ে আসছে। আবার বিগ ব্যাং এর পরিবর্তে সব স্থানেই মহা বিস্ফোরণ ব্যবহৃত হয়ে আসছে। ডার্ক ম্যাটার, এনার্জির ক্ষেত্রে কোন সুস্থির সিদ্ধান্ত হয়নি। আমি তমোবস্তু আর তমোশক্তি প্রস্তাব করেছিলাম, সে বিষয়ে অন্য কেউ মতামত দেননি। না দিলে এটা অবশ্যই গ্রহণযোগ্য হবে না। তবে যাই হোক, আমি আপাতত এই নিবন্ধে আর কোন সংশোধন করছি না। আপনি আপনার মত করে লিখতে থাকুন। আবার ভেবে দেখলাম, আলোচনা না করে কিছু সংশোধন করাটা অপরাধ হয়েছে। তাই আমার সকল সংশোধন বাতিল করেছি। নিবন্ধটি আপনার সর্বশেষ সম্পাদনায় ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। -- মুহাম্মদ (আলাপ) ২৩:২৩, ১১ মার্চ ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]
আর কোপের্নিকুসের প্রসঙ্গে বলতে চাই, এটাও আমার সিদ্ধান্ত নয়। বাংলা উইকিতে সিদ্ধান্ত হয়েছিল সকল নাম যার যার ভাষার প্রকৃত উচ্চারণে ব্যবহার করা হবে, জার্মান হলে জার্মান ইতালীয় হলে ইতালীয় ইত্যাদি। খুব বেশি প্রচলিত নাম না হলে এটা সব সময়ই মেনে চলা হয়। যেমন গ্যালিলিও না বলে বাংলা উইকিতে প্রকৃত ইতালীয় নাম গালিলেও ব্যবহৃত হয়, ম্যাক্স প্ল্যাংক না বলে বলি মাক্স প্লাংক ইত্যাদি। টাইকো ব্রাহে না বলে ট্যুকো ব্রাহে বলা হয়, উইকিপিডিয়া:বাংলা ভাষায় বিদেশী শব্দের প্রতিবর্ণীকরণ নিয়ে অনেক আলোচনা হয়েছিল আগে। -- মুহাম্মদ (আলাপ) ২৩:৩৪, ১১ মার্চ ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]

আইসোটোপ[সম্পাদনা]

একই মৌলের ভিন্ন ধরনের পরমাণু যাদের প্রোটন বা পারমাণবিক সংখ্যা সমান কিন্তু ভরসংখ্যা ভিন্ন তাদের ঐ মৌলের আইসোটোপ বলে। Tawsif Mohammed Raian (আলাপ) ১২:৫৯, ২ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]