আলাপ:ব্রিজেট পেরিয়ার

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: Faizul Latif Chowdhury কর্তৃক ২ বছর পূর্বে "বোধগম্য বাংলায় লেখার আবেদন" অনুচ্ছেদে

বোধগম্য বাংলায় লেখার আবেদন[সম্পাদনা]

ভাষার কাজ অর্থ সরবরাহ করা। এই নিবন্ধের অনেক বাক্যের অর্থ বোঝা যায় না; বোঝা গেলেও অর্থ সন্দেহজনক মনে হয়। যেমন ৩য় বাক্য: “তিনি ১২ বছর বয়সে এক “গ্রুপ হোম" বা বাসায় দলগত পতিতাবৃত্তির সময় ধর্ষণের শিকার হন।” - প্রশ্ন জাগে দলগত পতিতাবৃত্তির সময় ধর্ষণের শিকার হওয়া কথাটির মানে কি? নিবন্ধের ৫ম বাক্যটি এরকম: “সেখানে চার্লি নামের এক বয়স্ক নারী এক পেডোফিলে যৌনবৃত্তি করার জন্য তাকে পালিয়ে যেতে সাহায্য করেছিল।” - এ বাক্যটির অর্থ কী? পরবর্তী বাক্য “তার পরামর্শে সে পেডোফিল থেকে পালিয়ে যায়” সন্দেহজনক। আরেকটি বাক্য: “ব্রিজেট পেরিয়ার গণমাধ্যমের কাছে একটি পাম্প স্টিক দেখিয়ে বলেছিল যে, প্রতিদিন তাকে তার পাম্প একটি লাঠি দিয়ে মারধর করত এবং তাকে পতিতা কাজে বাধ্য করত”। এর অর্থও সন্দেহজনক। আরেকটি বাক্যে লেখা হয়েছে: “তিনি 'বেডফোর্ড বনাম কানাডা' সম্মেলনে সাংবাদিকদের সামনে প্রস্তাব করে বলেছেন ...।” - একটি মামলাকে সম্মেলন বলা কী ভাবে সম্ভব? মোদ্দা কথা, যারাই বাংলা উইকিতে নিবন্ধ লিখতে আগ্রহী তাদের প্রথম যে সক্ষমতা থাকতে হবে তা হলো বাংলায় গদ্য লিখতে পারার সক্ষমতা। এই বাংলা বুদ্ধদবে বসু বা শিবনারায়ণ রায়ের মতো উচ্চমানের বাংলা হতে হবে তা নয়, কিন্তু বাক্য হতে হবে শুদ্ধ, অর্থময় এবং অনুধাবনযোগ্য। — Faizul Latif Chowdhury (আলাপ) ০৭:১৬, ২৬ অক্টোবর ২০২১ (ইউটিসি)উত্তর দিন