আলাপ:বিজয়গুপ্ত

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: Somnnath mondal কর্তৃক ১ বছর পূর্বে "মনসার চরিত্র চিত্তনে দক্ষতা:" অনুচ্ছেদে

কবির বৈশিষ্ট্য:[সম্পাদনা]

ক) মানবতা: মধ্যযুগের সাহিত্য পরিমণ্ডল ছিল দেববাদের পরিপূর্ণ তাই সর্বত্র দেববাদের জয় গান সূচিত হয়েছিল এই দেববাদের পরিমণ্ডলে থেকেও সর্বপ্রথম মানবতার পরিচয় দিলেন কবি। খ) পাণ্ডিত্য: ঘনরাম চক্রবর্তী ছিলেন জ্ঞানী ব্যক্তিত্ব। সংস্কৃত সাহিত্য ও অলংকারের পাশাপাশি বিভিন্ন দেশীয় ভাষার ক্ষেত্রেও তিনি অসামান্য জ্ঞান ও দক্ষতার পরিচয় দিয়েছেন। তার এই জ্ঞান এই ধর্মমঙ্গল কাব্যেও প্রতিফলিত হয়। Somnnath mondal (আলাপ) ১০:১৮, ৩ মার্চ ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

কবি প্রতিভার স্বাতন্ত্র:[সম্পাদনা]

কবি প্রতিবাদ দিক থেকে বিজয়গুপ্তের কবি প্রতিভা ছিল চোখে পড়ার মতো। সমকালীন সামাজিক ও রাজনৈতিক চিত্রকে তিনি খুব দক্ষতার সঙ্গে চিত্রিত করেছেন। সে যুগের আচার ব্যবহার, রীতিনীতি, পােশাকপরিচ্ছদ, আহার ও রন্ধন প্রণালী প্রভ়ৃতি বিষয়কে তিনি খুবই নিপুণডাবে তুলে ধরেছেন। Somnnath mondal (আলাপ) ১০:১৯, ৩ মার্চ ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

মনসার চরিত্র চিত্তনে দক্ষতা:[সম্পাদনা]

প্রচণ্ড হিংসা ও নির্মম ক্রুরতার এক দাবদাহ চরিত্র মনসা। একটি দেবী চরিত্রকে এরুপ অসদগুণর অধিকারী করে তােলার সিছনে কবি যথেষ্ট যুক্তিসংগত কারণগুলি মনসার চরিত্রের মধ্য দিয়ে পরিস্ফুট করেছেন। তবে বাস্তব চরিত্র হিসেবে চরিত্রটি পাঠকের সহানুভূতি করে। অন্যান্য চরিত্র গুলি হল: ১. চাঁদ সওদাগর ২. লখীন্দর ৩. বেহুলা Somnnath mondal (আলাপ) ১০:১৯, ৩ মার্চ ২০২৩ (ইউটিসি)উত্তর দিন