আলাপ:বাদামিচাঁদি কাঠকুড়ালি

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

দ্বিমত[সম্পাদনা]

Brown-capped Woodpecker-এর প্রতিবর্ণীকৃত নাম হওয়া উচিৎ "বাদামিচাঁদি কাঠকুড়ালি"। Cap-এর বাংলা হয় চাঁদি, মাথা নয়; সেটার জন্য অন্য শব্দ রয়েছে (Head)। আর বামন কাঠঠোকরাদের (Dendrocopos গণের সবাই বামন কাঠঠোকরা) কাঠকুড়ালি নাম দিয়ে বড় কাঠঠোকরাদের (যেমন বাংলা কাঠঠোকরা) থেকে আলাদা করা হয়েছে। আরেকটা কথা, শুধু নিবন্ধের সংখ্যা বাড়াবার জন্য লিখলেই হবে না, এর গুণগত মান, বানান, সর্বোপরি নিবন্ধ পড়ে পাঠক কতটুকু উপকৃত হল সেটাও মাথায় রাখা জরুরি।-----খালেদ (আলাপ) ১৮:২৬, ২১ এপ্রিল ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]