আলাপ:বহিঃসৌর জাগতিক গ্রহ
আলোচনা যোগ করুনঅবয়ব
সাম্প্রতিক মন্তব্য: Frdayeen কর্তৃক ১৬ বছর পূর্বে "শিরোনাম" অনুচ্ছেদে
এই পাতাটি বহিঃসৌর জাগতিক গ্রহ পুনর্নির্দেশের উন্নয়ন নিয়ে আলোচনার জন্য আলাপ পাতা। | |||
| নিবন্ধ সম্পাদনার নীতিমালা
|
শিরোনাম
[সম্পাদনা]এক্সট্রাসোলার-এর বাংলা আমি নিজেই এমনটি করেছি। কেউ এ ব্যাপারে কিছু বলেননি। আমার কাছেই এটি খটকা লাগছে। বহির্গ্রহ নামটিও রয়েছে। আবার সরলতার জন্য বহির্জাগতিক গ্রহ নামেও আখ্যায়িত করা যায়। বহির্জাগতিক গ্রহ বা বহির্গ্রহ কি বিষয়শ্রেণী এবং শিরোনামে ব্যবহার করা ঠিক হবে। পরিভাষাগত সমস্যা। মন্তব্য করুন। -- মুহাম্মদ ০৩:০১, ২৮ ডিসেম্বর ২০০৭ (ইউটিসি)
- বাংলা একাডেমি থেকে ফারসিম মান্নান মোহাম্মদী রচিত জ্যোতির্বিজ্ঞান শব্দকোষ এ Exterior planet এর বাংলা বহির্গ্রহ ব্যবহার করা হয়েছে, কাজেই বলা যায় বহির্গ্রহ শব্দটির ব্যবহার রয়েছে। বহিঃসৌর জাগতিক গ্রহ নামটি অবশ্যই ভালো; তবে ব্যক্তিগতভাবে আমার কাছে বহির্জাগতিক গ্রহ নামটি পছন্দ।--দায়ীন(আলাপ)/(অবদান) ১২:৪২, ২৮ ডিসেম্বর ২০০৭ (ইউটিসি)