বিষয়বস্তুতে চলুন

আলাপ:বরমী ইউনিয়ন

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

সকল বিষয় যোগকরা উচিত[সম্পাদনা]

সকল বিষয় যোগকরা উচিত Mdhabibullahbd1 (আলাপ) ০৭:০৭, ১৮ জুন ২০১৬ (ইউটিসি)উত্তর দিন


  • নতুন বিষয় যোগ করা হয়েছে এবং নিবন্ধটির মান আগের চেয়ে উন্নত করার চেষ্টা করা হয়েছে। আশা করি, আপনার ভালো লাগবে। আর হ্যাঁ, উইকিপিডিয়া নিবন্ধে নিজের ছবি বা নিজের সম্পর্কিত তথ্য যুক্ত করার মতো হাস্যকর ব্যপার না ঘটানোই ভালো। আপনার যুক্ত করা আপনার ছবি ও নাম মুছে দেয়া হয়েছে।
ইমন রেজা (আলাপ) ১৮:১৯, ১৮ জুন ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

উৎসহীন ও ছোট নিবন্ধ টেমপ্লেট দুটি সরিয়ে ফেলার সুপারিশ[সম্পাদনা]

উইকিপিডিয়ার সম্মানিত প্রশাসকবৃন্ধের দৃষ্টি আকর্ষন করছি। বর্তমান নিবন্ধটিকে পরিমার্জন ও পরিবর্ধন করা হয়েছে এবং উপযু্ক্ত তথ্যসূত্রও সন্নিবেশ করার চেষ্টা করেছি। তথ্যগুলো যাচাই করা যেতে পারে। এবং ইত্যবসরে "উৎসহীন" ও "ছোট নিবন্ধ" টেমপ্লেট দুটি সরিয়ে ফেলা যেতে পারে। আমি নিজে সেটা করিনি, আমি বরং এ ব্যপারে প্রশাসকগণের দৃষ্টি আকর্ষন করছি।

ইমন রেজা (আলাপ) ১৮:১৩, ১৮ জুন ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

@Imonreza: নিবন্ধটির উন্নতি করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু আপনি নিবন্ধটির বেশির ভাগ লেখা জাতীয় তথ্য বাতায়ন থেকে অনুলিপি করেছেন দেখি। দয়া করে অনুলিপিকৃত লেখা মুছে ফেলুন। --আফতাব (আলাপ) ১৮:২০, ১৮ জুন ২০১৬ (ইউটিসি)উত্তর দিন
@Aftabuzzaman: শ্রদ্ধেয় আফতাব ভাই, আমার সুপারিশে আপনার দ্রুত জবাব ও আপনার পরামর্শের জন্য ধন্যবাদ। কিন্তু আপনি যেগুলোকে অনুলিপি বলছেন, সেগুলো অনুলিপি না হয়ে অন্য কিছু হওয়ার কি উপায় আছে? নিশ্চয়ই আমি অনুলিপি শব্দটির মানে বুঝি বলেই মনে করি। কিন্তু যেখানে শুধু তথ্য ও উপাত্ত সংযোজনের প্রশ্ন সেখানে অন্যথা করার অন্য কোনো পদ্ধতি আমার জানা নেই। কেননা বরমী ইউনিয়নে স্কুল ৮ টা হলে আমাকে তো ৮টাই লিখতে হবে নাকি? সে তথ্য জাতীয় তথ্য বাতায়নে উল্লেখ থাকলেও তো আমাকে ৮টাই লিখতে হবে। নাকি আমি ৮টাকে ৭ কিংবা ৬ লিখতে পারবো? সূতরা্ং আমি উপাত্তের ক্ষেত্রে অনুলিপিই করেছি। আর যেখানে বর্ননা দেয়ার দরকার মনে হয়েছে সেখানে অনুলিপি করিনি, তথ্যগুলো নিজের মতো লিখেছি। আশা করি, খেয়াল করে দেখবেন। ধন্যবাদ
ইমন রেজা (আলাপ) ১৮:৪৪, ১৮ জুন ২০১৬ (ইউটিসি)উত্তর দিন