আলাপ:বগা লেক

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

শুদ্ধতা[সম্পাদনা]

"স্থানীয় আদিবাসীরা বম, মুরং বা ম্রো, তঞ্চংগ্যা এবং ত্রিপুরা অন্যান্য আদিবাসী।"


এই ছত্রটির ভাষা সুন্দর লাগছে না। যারা ঐ এলাকা সম্পর্কে জানেন, বিশেষ করে আদিবাসী সম্পর্কে জানেন, তাদের কাছে এই ছত্রটি সঠিক ও সুন্দর করার আহ্বান থাকলো।‍‍‍‍মঈনুল ইসলাম (আলাপ) ০২:৩৮, ৩০ জুন ২০১০ (ইউটিসি)[উত্তর দিন]

একত্রীকরণ ও তথ্যগত বৈপরিত্ব[সম্পাদনা]

বগা লেক নামটা মনে হচ্ছে স্থানীয়দের এবং পর্যটকদের ভাষ্য। আর বগাকাইন হ্রদ মনে হচ্ছে সরকারি ভাষ্য বা গবেষকদের ভাষ্য। সে হিসেবে এবং বাংলাপিডিয়ার মতো একটা গ্রহণযোগ্য মিডিয়ার সূত্র থাকায় বগা লেক নিবন্ধটি আমার মতে বগাকাইন হ্রদে একীকরণ করা যায়।

তবে একীকরণে কয়েকটি বিষয় বিবেচনার দাবি রাখে। বিশেষ করে কিছু তথ্যে সম্পূর্ণ বিপরীতধর্মী বক্তব্য রয়েছে। যেমন: বগা লেক নিবন্ধে বলা হয়েছে:

"প্রতিবছর শ্যাওলা, প্ল্যাঙ্কটন এবং অন্যান্য অনুজীবের কারণে কয়েকমাস পর পর লেকের পানির রঙ পরিবর্তন হয়, একই সময় কাছাকাছি অন্যান্য জলাশয়েরও রঙ পরিবর্তন হয়।"

অথচ বগাকাইন হ্রদ নিবন্ধে বলা হচ্ছে:

"এতে কোন শ্যাওলা বা অন্যান্য জলজ উদ্ভিদ নেই।"

বগা লেক নিবন্ধে বলা হচ্ছে:

"বগা লেকের পানি অত্যন্ত সুপেয়। লেকের জলে প্রচুর শ্যাওলা, শালুক, শাপলা ও অন্যান্য জলজ উদ্ভিদ এবং প্রচুর মাছ এমনকি বিশালাকার মাছ রয়েছে।"

অথচ বগাকাইন হ্রদ নিবন্ধে বলা হয়েছে:

"কোন জলজ প্রাণীও এখানে বাঁচতে পারেনা।"

এই বিষয়গুলো বিবেচনায় রেখে তথ্য-উৎসসমৃদ্ধ সঠিক নামের নিবন্ধে নিবন্ধদ্বয়কে একীকরণের প্রস্তাব করছি।মঈনুল ইসলাম (আলাপ) ০৩:৩৫, ৩০ জুন ২০১০ (ইউটিসি)[উত্তর দিন]

মঈনুলের সাথে আমি একমত যে এ বিষয়ে আরও তথ্য অনুসন্ধান এবং তথ্যসূত্র যাচাইয়ের প্রয়োজন, এবং নিবন্ধ দুটো একত্রীকরণ করা উচিত।--বেলায়েত (আলাপ | অবদান) ০৫:২৭, ৩০ জুন ২০১০ (ইউটিসি)[উত্তর দিন]

তাহলে আমি যথাসম্ভব একত্রীকরণ শুরু করছি। কারো আপত্তি কিংবা পরামর্শ থাকলে জানানোর অনুরোধ থাকলো।মঈনুল ইসলাম (আলাপ) ১২:০৯, ২ জুলাই ২০১০ (ইউটিসি)[উত্তর দিন]

একীকরণ ও পুণর্নির্দেশনা[সম্পাদনা]

আমার মনে হয় আমি নিবন্ধ দুটিকে একীকরণের মাধ্যমে বগা লেক-এর তথ্যকে বগাকাইন হ্রদ-এ স্থানান্তরে সফল হয়েছি।

যাচাইয়ের পর যদি তা সঠিক বলে মনে হয়, তবে এই নিবন্ধটিকে আলাপ পাতাসহ বগাকাইন হ্রদ-এ পুণর্নির্দেশ করার অনুরোধ রইলো। ধন্যবাদ।মঈনুল ইসলাম (আলাপ) ২২:৩৭, ২ জুলাই ২০১০ (ইউটিসি)[উত্তর দিন]