আলাপ:ফকির মোহন সেনাপতি

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

তথ্যসূত্র যোগ[সম্পাদনা]

@REVENGER IHM AA S: নিবন্ধটিতে তথ্যসূত্র যোগ করুন। অনুগ্রহ করে একসাথে এতগুলো নিবন্ধ তৈরি করবেন না। নিবন্ধ একটা পূর্ণাঙ্গভাবে শেষ হলে আরেকটি শুরু করবেন। — আল রিয়াজ উদ্দীন (আলাপ)


Al Riaz Uddin Ripon , আসলে আমি যখন ইংরেজি তথ্যসূত্র জায়গাটি কপি করতে যাচ্ছি তখন লেখাটা কপি হলেও লিঙ্কটা কপি হচ্ছে না । ওইজন্য আমি তথ্যসূত্র গুলো দিতে পারছি না । আমাকে একটু সাহায্য করুন । REVENGER IHM AA S (আলাপ) ০২:৪০, ৬ অক্টোবর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@ Al Riaz Uddin Ripon একটু সাহায্য করুন এই ব্যাপারে । REVENGER IHM AA S (আলাপ) ০২:৪১, ৬ অক্টোবর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@REVENGER IHM AA S: আপনি ইংরেজি নিবন্ধ থেকে অনুবাদের সময় প্রতিটি অনুচ্ছেদের পাশে একটি কলমের মতো চিহ্ন দেখতে পারবেন যেটাতে ক্লিক করলে সম্পাদনা করার জন্য লেখা দেখাবে সেখান থেকে <ref>{{cite web|url=https://google.com/|title=google|accessdate= October 3|website= google.com}}</ref> এই ধরনের কিছু লেখা থাকবে সেগুলো হচ্ছে তথ্যসূত্র, পুরো লেখাটা কপি করে বাংলা উইকিপিডিয়ার নিবন্ধে জায়গামতো পেস্ট করে দিবেন তাহলে হয়ে যাবে। এরপরও না বুঝলে বলুন তবুও তথ্যসূত্র না দিয়ে নিবন্ধ তৈরি করবেন না — আল রিয়াজ উদ্দীন (আলাপ) ০৩:৪৯, ৬ অক্টোবর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

বুঝতে পেরেছি আর আমার তৈরী সবকটি নিবন্ধে তথ্যসূত্র ও বহিঃসংযোগ সংযোজন করেছি । সাহায্যের জন্য অসংখ্য ধন্যবাদ । REVENGER IHM AA S (আলাপ) ০৮:০৪, ৭ অক্টোবর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]