আলাপ:প্রশান্তচন্দ্র মহলানবীশ
আলোচনা যোগ করুনঅবয়ব
সাম্প্রতিক মন্তব্য: Shovon76 কর্তৃক ১৬ বছর পূর্বে "নামের বানান" অনুচ্ছেদে
এই পাতাটি প্রশান্তচন্দ্র মহলানবীশ নিবন্ধের উন্নয়ন নিয়ে আলোচনার জন্য আলাপ পাতা। | |||
| নিবন্ধ সম্পাদনার নীতিমালা
|
এই নিবন্ধটি বিশেষ এডিটাথন ২০২০-এর অংশ হিসাবে তৈরি বা সম্প্রসারিত হয়েছে। |
নামের বানান
[সম্পাদনা]প্রশান্ত চন্দ্র মহলানবিশ বা মহলানবীশ হবে। এখানে যে বানানটা দেওয়া আছে সেটা ঠিক মনে হচ্ছে না। শোভন ১১:২৮, ২৯ জুন ২০০৮ (ইউটিসি)
- আপনার বার্তার ধরণ দেখে মনে হচ্ছে আপনি নিজেও ঠিক নিশ্চিত নন বানানটা কি হবে। দয়া করে একটু যাচাই করে নিশ্চিত হোন এবং বানানটি ভুল থাকলে উপযুক্ত রেফারেন্স উল্লেখ্য করে বানানটি ঠিক করে দিন। ধন্যবাদ।--বেলায়েত (আলাপ | অবদান) ১৬:২৬, ২৯ জুন ২০০৮ (ইউটিসি)
- গুগল সার্চ করে দেখলাম যে মহলানবিশ-ই বেশী ব্যবহার হয়। মহালনবিশ সার্চে শুধু উইকিপিডিয়ার প্রবন্ধগুলোই আসে। দেশ পত্রিকায় প্রশান্ত চন্দ্র মহলানবিশের বিষয়ে একটা প্রবন্ধ বেরিয়েছিল। সেটাতেও মহলা-ই লেখা ছিল। কিন্তু দেশের সেই সংখ্যাটা আমার কাছে নেই। কেউ একটু দেখবেন কি? শোভন ০৯:২০, ১১ জুলাই ২০০৮ (ইউটিসি)
ওনার বাড়ি বাংলাদেশে মুনশিগঞ্জে। জন্মও এখানে। কলকাতা নয়।