আলাপ:পুরান ঢাকা

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বাহাদুরশাহ পার্ক নাকি সিপাহি বিপ্লবের শহীদ স্তম্ভ?[সম্পাদনা]

ছবিটির ক্যাপশন নিয়ে আমার সন্দেহ আছে, আমি একটুকু নিশ্চিত যে এটি বাহাদুর শাহ পার্কের ভিতরে অবস্থিত, কিন্তু এটিতো পুরো পার্কটির ছবি নয়। mak 21:14, ১২ এপ্রিল ২০০৬ (ইউটিসি)

আরো ভালো ছবি পেলে এটা পাল্টানো অবশ্যই যাবে ... --Ragib 21:16, ১২ এপ্রিল ২০০৬ (ইউটিসি)
একটা ডিজিটাল ক্যামেরা জোগাড় করার চেষ্টা করছি, অন্তত: পুরনো ঢাকার বেশ কিছু ছবি তুলে commons এ আপলোড করবো আশা করি। mak 21:38, ১২ এপ্রিল ২০০৬ (ইউটিসি)

পুরনো না পুরান?[সম্পাদনা]

নাম হিসেবে "পুরনো ঢাকা" ব্যবহার করতে দেখা যায় না; কথ্য ও লেখ্য রূপে পুরান ঢাকাই বহুল প্রচলিত ও সঠিক । পাতাটিকে তাই "পুরান ঢাকা"-এ সরায় নেয়াটাই সমীচীন । --প্রকৃষ্টপুত্র সাধ (আলাপ) ২২:২৯, ২৯ নভেম্বর ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

আমি পুরনো বা পুরান দুটিই ব্যবহার হতে দেখেছি। আপনি যেটা বলেছেন তাও সত্য। "পুরান ঢাকা" নামে স্থানান্তর করা যায়। --আফতাব (আলাপ) ০০:৩৮, ৩০ নভেম্বর ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]
হ্যাঁ পুরনো ঢাকাও ব্যবহার হতে দেখা যায় । আমার ব্যক্তিগত অভিমত এটি ভুল ব্যবহার । তবে সঠিকতা নিরূপনের উপায় নেই; বিশেষত যেহেতু এটি একটি কথ্য নাম, প্রশাসনিক নাম নয় ।
এখানে Move এর প্রক্রিয়া কি? বর্তমানে পুরান ঢাকা থেকে পুরনো ঢাকা'য় রিডিরেক্ট করা আছে । সুতরাং অ্যাডমিন অ্যাকশন লাগবে বোধহয় । --প্রকৃষ্টপুত্র সাধ (আলাপ) ০৬:৩৫, ৩০ নভেম্বর ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

এখানে অবশ্যই "পুরান ঢাকা" হওয়া উচিত, এমনকি ইংরেজিতেও Puran Dhaka. "পুরোনো ঢাকা"র ব্যবহার আমি উইকিপিডিয়ার এ পেজটি ছাড়াও আর কোথাও কখনো দেখিনি। SagorSiloti (আলাপ) ০৫:৪৭, ১৬ এপ্রিল ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

উদ্ধৃতি সূত্রের প্রয়োজন এই মন্তব্যগুলোতে[সম্পাদনা]

"ঢাকাইয়া লোকেরা বুদ্ধিমান ও চতুর, কিন্তু ব্যবহারে অত্যন্ত অমায়িক হয়ে থাকেন।"

"অতিথিদের আপ্যায়নে পুরান ঢাকা'র লোকেরা দেশে সর্বশ্রেষ্ঠ।"

এ রকম কথা উদ্ধৃতি ব্যতীত খানিকটা আত্ম-প্রচারের মতই শোনায়।


"তারা ঢাকা'র অন্য অঞ্চলের মানুষের তুলনায় অধিকতর ধর্মসচেতন।"

কোনও সমীক্ষার উপাত্তের ভিত্তিতে কি এই কথাটি লিখা হয়েছে? হলে অবশ্যই যথাযথ উদ্ধৃতি দিন। 103.94.134.112 (আলাপ) ১৩:০৪, ১৫ জানুয়ারি ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]

এই ধরনের লেখা আমার মতে মুছে ফেলাই উত্তম। মেহেদী আবেদীন ১৩:২৫, ১৫ জানুয়ারি ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]