আলাপ:পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

আমি যতটুকু জানি, উচ্চারণ পাল্লেকেলে হবে। এমনকি গুগলে পল্লেকেলে নামে সার্চ দিয়ে কিছু পেলাম না। --লিমন আলাপ ১৭:৩৬, ১২ মার্চ ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]

একমত --বেলায়েত (আলাপ | অবদান) ১৭:৪৪, ১২ মার্চ ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]
দৃষ্টি আকর্ষণের জন্যে ধন্যবাদ! ডিকশনারীতে প্যা, প, পে রয়েছে (সিলেবল অনুযায়ী); তাই প্যা-পা'র ফাঁক গলে প দিতে হয়েছে। গুগল সার্চের বিষয়টি বিবেচনায় আনলে পাল্লেকলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামরূপে আখ্যায়িত করা যেতে পারে। তবে শ্রীলঙ্কাভাষীই বলতে পারবে যে এর নামটি বোধকরি পালেকেলে (!!), কেননা শব্দটি বোধহয় বৌদ্ধ পদবী বহন করছে। তবে, রি-ডাইরেক্ট কিংবা মুভ করাই শেষ নয়; ভিতরের বিষয়বস্তুরও পরিবর্তনের প্রয়োজন রয়েছে। দেখি অন্যরা কি বলেন? ধন্যবাদ সহযোগে - Suvray ১৮:০৭, ১২ মার্চ ২০১৩ (ইউটিসি)
ঠিক তবে শ্রীলঙ্কান ভাষায় উচ্চারণ কী হবে, তা তো আমরা জানি না। আর যেহেতু আমরা, এমনকি বাংলাদেশের বেশিরভাগ পত্রিকা ইংরেজী উচ্চারণ টাই কপি (!) করে , তাই আমার মনে হয় হয় পাল্লেকেলে ই দেয়া উচিত। লিমন আলাপ ১৯:৫৮, ১২ মার্চ ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]
যুক্তি-তর্কে গিয়ে লাভ নেই তেমন; সহমত পোষণ করছি। তবে, নতুন সৃষ্ট (বিশেষ করে বিদেশী ভাষার বিষয়ে) যে-কোন নিবন্ধের শুরুতেই যদি অভিজ্ঞ / আগ্রহী ব্যবহারকারীগণ এ ধরণের বিষয়গুলো তুল ধরতেন, তাহলে বোধহয় ভালোই হতো, উইকির মঙ্গল হতো। - Suvray ১৩:১৬, ১৩ মার্চ ২০১৩ (ইউটিসি)