আলাপ:পানাম নগর

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

গ্যালারির সাময়িক স্থানান্তর[সম্পাদনা]

নিবন্ধটিতে লেখা কম, অথচ ছবি বেশি। আমি লেখা বাড়ানোর কাজ করছি। কিন্তু ডায়াল-আপ কানেকশনে বারবার এতোগুলো ছবি লোড করতে প্রচুর সময় নিচ্ছে, খাচ্ছে কিলোবাইট। তাই লেখাকে মোটামুটি মানসম্মত পর্যায়ে নিয়ে যাওয়ার আগ পর্যন্ত গ্যালারিকে সাময়িক সময়ের জন্য এখানে স্থানান্তর করে রাখলাম। আশা করি কারো আপত্তি থাকবে না। :)

 —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১২:৪৩, ১৬ অক্টোবর ২০১০ (ইউটিসি)[উত্তর দিন]

ব্রাউজারে ছবি দেখার অপশনটি উঠিয়ে দিলেই হয়, সেক্ষেত্র এগুলো কেনো, কোনো ছবিই আসবে না (উইকিপিডিয়ার লোগোও বাদ)। মোজিলাতে, Tools > Options..., তারপর Load images automatically তে চেকমার্ক উঠিয়ে দিলেই হবে। লোডের সময় অনেক কমবে আশা করি। বাই দ্য ওয়ে, ডায়াল-আপ কানেকশনটা কার? — তানভিরআলাপ১২:৫৩, ১৬ অক্টোবর ২০১০ (ইউটিসি)[উত্তর দিন]
Zoom। Ultra না, Normal Zoom। No images অপশনটা সবসময় ঠিক ভালো লাগে না। তবে পরামর্শটা দিয়ে ভালো করেছেন, পরবর্তিতে খেয়াল থাকবে ইনশাল্লাহ। আপনাকে ধন্যবাদ। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৬:০৪, ১৬ অক্টোবর ২০১০ (ইউটিসি)[উত্তর দিন]
যারা জানেন না তাদের জন্য বলি, উইকিপিডিয়াতে ইমেজ গ্যালারি রাখাকে খুব একটা উৎসাহিত করা হয় না। তাই কমন্সের ক্যাটাগোরিকে নিবন্ধে যোগ করা যেতে পারে। সমস্যাটা শুধু ডায়াল-আপ কানেকশনের নয়। কারনটা উইকিপিডিয়া কোনো ছবি বা অন্যান্য মিডিয়া ফাইল রাখার গুদাম নয়।--জয়ন্ত (আলাপ | অবদান) ১৬:১০, ১৬ অক্টোবর ২০১০ (ইউটিসি)[উত্তর দিন]
আহা কী শান্তি! তথ্যটা আমার মনের সাথে সম্পূর্ণ মিলে গেলো বলে খুশিই লাগছে। :)  —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৭:৩৩, ১৬ অক্টোবর ২০১০ (ইউটিসি)[উত্তর দিন]