আলাপ:ত্রিদেশীয় সীমানা

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

নাম পরিবর্তন করা উচিত[সম্পাদনা]

@Suvray: এটি কোন শহরের অফিসিয়াল নাম নয়, তিন দেশের মিলিত সীমানা নিয়ে মানুষের বানানো একটি তত্ত্ব / নাম। এটি বাংলায় স্থানীয়করণ করা উচিত। এই বিষয়ে অন্য উইকির নিবন্ধের নাম লক্ষ্য করুন (খেয়াল করুন যে ট্রিপল শব্দটি লাতিন থেকে আসায় ইংরেজিসহ অন্য উইকিতে বানান প্রায় এক, একই রকম ফ্রন্টিয়ার ফরাসি ভাষার শব্দ হওয়ায় অনেক উইকিতে বানান প্রায় এক তবে শব্দের শেষে o/a যুক্ত করে সেই সব ভাষা শব্দটিতে তাদের মত করে নিয়েছে। তাই অন্য উইকির বানান দেখে তারাও ইংরেজি নাম দিয়েছে ভেবে নিলে ভুল হবে)। নিবন্ধের নাম ত্রিদেশীয় সীমানা/সীমান্ত, ত্রৈধ সীমান/সীমান্ত, ত্রি সীমান্ত / সীমানা ইত্যাদি দেয়া যেতে পারে। আফতাব (আলাপ) ১৮:৫৭, ২৬ জুন ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

ধন্যবাদ আপনাকে, নামকরণের বিষয়ে অগ্রসর হবার জন্যে! সঠিক নাম খুঁজে পাচ্ছিলাম না, তাই প্রতিবর্ণীকরণের আশ্রয় নিতে হয়েছে। তাহলে - ত্রিদেশীয় সীমানায় স্থানান্তর করছি। - Suvray (আলাপ) ১৯:০৮, ২৬ জুন ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]