আলাপ:তেল আবিব

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

আচ্ছা, বাংলাদেশের সরকার যে জেরুসালেমকে ইসরাইলের রাজধানী হিসাবে recognize করে না, সেটা আমি বুঝলাম। তবু, in Israel itself, Jerusalem is understood to be the official capital of the country. As Wikipedians, it seems strange to side with a country outside of the region to claim that Tel Aviv is the capital of Israel. Although of course we should acknowledge the controversy, we should not purposely defy Israel on matters dealing with Israel itself, regardless of what the governments of Bengali-speaking areas say. --সামীরুদ্দৌলা ০৮:৪৪, ৮ সেপ্টেম্বর ২০০৬ (ইউটিসি)[উত্তর দিন]

ইসরায়েলের রাজধানী-তো সেটাই, যেটা ইসরায়েল সরকার ঘোষণা করবে, (নাকি না?)। "বাংলাদেশ সরকার" বা "অধিকাংশ" দেশের মতের উপর নিশ্চয়ই ব্যাপারটা নির্ভর করে না, (নাকি করে?)। ইংরেজিটাতে তো মনে হচ্ছে ব্যাপারটা সমাধান হয়ে গেছে। জেরুজালেম যে তাদের রাজধানী, এটা লিখতে হবে, সাথে অন্য অনেক দেশ যে তা মানে না এবং তাতে কিভাবে এর রাজধানীত্ব ক্ষুণ্ন হয় বা হয় না, এটাও লিখা দরকার। আমি ফিরে আসলে আশা করি আমিই করে দিবো।
--Amr ২০:২৪, ২৪ সেপ্টেম্বর ২০০৬ (ইউটিসি)[উত্তর দিন]