আলাপ:ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: ANKAN কর্তৃক ২ বছর পূর্বে "অনুলিপিকৃত সম্পাদনা" অনুচ্ছেদে

র‍্যংকিং[সম্পাদনা]

ওয়েবোমেট্রিক্স র‍্যাংকিং নিয়ে বিতর্ক রয়েছে। - রাহাত (আলাপ) ১৭:৪৯, ১০ ডিসেম্বর ২০১২ (ইউটিসি)উত্তর দিন
সম্প্রতি কিউএস এশিয়া ইউনিভার্সিটি Ranking ২০২১QS এ এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অবস্থান ৪র্থ। এছাড়াও ইউআই গ্রিনমেট্রিক ওয়ার্ল্ড Ranking ২০২১ GreenMetric এবং টাইম্স হায়ার এডুকেশন ইউনিভার্সিটি ইমপ্যাক্ট Ranking ২০২০Times’-এ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের শীর্ষস্থানে অবস্থান করছে। — Bbasujon (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

অনুলিপিকৃত সম্পাদনা[সম্পাদনা]

@Bbasujon: শুভেচ্ছা নেবেন। আপনি সম্প্রতি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি নিবন্ধ তথ্য যোগ করার ক্ষেত্রে উক্ত বিশ্ববিদ্যালয়ের ব্লগ থেকে লেখা হুবহু অনুলিপি তথা কপি করেছেন, যা নীতিমালা বিরোধী। তথ্য যোগ করার ক্ষেত্রে নিজ ভাষায় তথ্য যোগ করবেন, পরে সূত্র প্রদান করবেন। এককভাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে তথ্য না নিয়ে ভিন্ন সেকেন্ডারি সূত্র ব্যবহার করতে উৎসাহিত করছি। আর নিবন্ধের ভাষা যেন বিজ্ঞাপনের মত নাহয়, সেদিকে খেয়াল রাখবেন। উইকিপিডিয়ায় লেখার সময় নিরপেক্ষতা বজায় রাখা প্রয়োজন, নাহলে বিজ্ঞাপনমূলক লেখা মুছে দেয়া হতে পারে। ধন্যবাদ। ― অংকন (আলাপ) ১০:৫০, ২২ আগস্ট ২০২১ (ইউটিসি)উত্তর দিন

আমি সমাবর্তন অনুচ্ছেদের লিঙ্কগুলো সরিয়ে দিয়েছি, ওখানে তথ্যসূত্রসহ তথ্য লিখে সম্প্রসারণ করুন, এভাবে নিবন্ধের মাঝে বাহ্যিক লিঙ্ক প্রদান করা হয় না। এছাড়া কোনো প্রশ্নের জন্য নির্দ্বিধায় জানান। ― অংকন (আলাপ) ১০:৫৪, ২২ আগস্ট ২০২১ (ইউটিসি)উত্তর দিন