আলাপ:ডিএনএ আলেখন

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

কিভাবে ছবি যোগ করব ইংরাজি লেখা থেকে[সম্পাদনা]

আম উইকিপিডিয়ার এডিট এর কাজে একেবারেই নতুন। এখান কার নিয়ম ও ভাল জানি না। ডিএনএ ফিঙ্গার প্রিন্টিং প্রবন্ধ টিকে সম্রিধয করার জন্ন কিভাবে এর ইংরাজি সংস্করণ থেকে ছবি এনে এই লেখাতে লাগাব। কিছু স্থানে ইংরাজি লেখার বাংলা মানে করতে বার্থ হয়েছি । এর জন্য আমি দুঃখিত। আশা করি আমাকে সাহায্য করবেন। Mrinmoyfun (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

@Mrinmoyfun: প্রথমেই বলে নেই, এখানে নতুন পুরাতন বলে কিছু নেই। কাজ করতে করতে আপনি সবকিছুতেই অভিজ্ঞ হয়ে যাবেন। যেসকল ছবি উইকিমিডিয়া কমন্সে রয়েছে সেসকল ছবি আলাদা করে বাংলাতে আপলোড করতে হবে না। লিংক যুক্ত করলে অটোমেটিক প্রদর্শণ করবে। আর যেগুলো ইংরেজি উইকিতে স্থানীয়ভাবে রয়েছে সেগুলো বাংলাতে আলাদাভাবে আপ করতে হবে। এজন্য উইকিপিডিয়া:আপলোড পাতাটি ব্যবহার করতে হবে। কোন প্রকার সমস্যা থাকলে আপনি সরাসরি আমার আলাপ পাতায় বার্তা রাখতে পারেন। ইংরেজি শব্দগুলো বাংলা করার চেষ্ঠা করব। আপনার উইকি সম্পাদনা শুভ হোক।--যুদ্ধমন্ত্রী আলাপ ১৮:১৫, ১৮ মে ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]
@Mrinmoyfun: আমি দুটি ছবি যোগ করেছি। আপনি চাইলে সেসব থেকে ধারনা নিতে পারেন। আর যেসকল নিবন্ধে ছবি রয়েছে তার সোর্সগুলো খেয়াল করলে হয়ত আপনার এই সম্পর্কে ধারনা পরিষ্কার হবে। রনটি পোদ্দার (আলাপ) ১৮:৩৯, ১৮ মে ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]