আলাপ:টাক

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

Baldness = মুণ্ডতা?[সম্পাদনা]

মুণ্ডন মানে চেঁছে ন্যাড়া হওয়া, টাক পড়া না। --সপ্তর্ষি(আলাপ | অবদান) ০৫:২০, ১০ সেপ্টেম্বর ২০০৯ (ইউটিসি)[উত্তর দিন]

কিন্তু, বাংলা একাডেমী'র অভিধানে Baldness -এর বাংলা তো মুণ্ডতা-ই আছে, সঙ্গে টাক।--তানভির (আলাপ | অবদান) ০৯:২১, ১০ সেপ্টেম্বর ২০০৯ (ইউটিসি)[উত্তর দিন]
টাক বা ডাক্তারির অ্যালোপেসিয়া হরমোনগত (যেমন অ্যান্ড্রোজেনিক অ্যালোপেসিয়া বা পুরুষের টাক), বা অটোইম্যুন ( autoimmune eg en:Alopecia areata) বা বহবার টেনে উপড়ে ফেলার ফলে (tractional alopecia) হতে পারে। এতে চুলের রকম ব্দলে যায়। ফলে হয় চুলের ফলিকল থেকে চুল বেরই হয় না বা ভেলাস বা খুব পাতলা ও ছোট চুল বের হয় যা চামড়ার উপর অব্ধি পৌছয় না। মুণ্ডন থেকে মাথা মোড়ানো শব্দটা এসেছে। মুণ্ডন ক্রা বা নেড়া হওয়া মানে ক্ষুর বা ধারালো কোন যন্ত্র দ্বারা চুলের চামড়ার বাইরের অংশ চেছে ফেলা। অভিধানে কাছাকািছ মানের অনেক শব্দ থাকে। যেমন টাকের সঙ্গে নগ্নতাও দেওয়া আছে। কোন কোন ক্ষেত্রে নগ্নতা মানে লোমহীনতা হতে পারে যেমন nude mice বা naked ape ইত্যাদি। কিন্তু তা বলে কি টাকের পাতায় সবার উপরে সমার্থক শব্দ নগ্নতাও দেওয়া উচিত? --সপ্তর্ষি(আলাপ | অবদান) ২৩:৩৮, ১১ সেপ্টেম্বর ২০০৯ (ইউটিসি)[উত্তর দিন]