আলাপ:জুপিটার

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

জুপিটার রোমান পুরাণে দেবরাজ হিসেবে বর্ণিত হয়েছেন। তিনি অাকাশ ও বজ্রের দেবতা। খ্রিস্টধর্ম প্রভাবশালী হয়ে ওঠার অাগ পর্যন্ত তিনিই ছিলেন রোমান সাম্রাজ্যের প্রধান দেবতা। রোমান পুরাণ মতে তিনি রোমান ধর্মীয় নীতি প্রতিষ্ঠার জন্য রোমের দ্বিতীয় রাজা পম্পিলিয়াসকে সহায়তা করেছিলেন।