আলাপ:জুঁই

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

দুটো ফুলের বৈজ্ঞানিক নাম একি হতে পারে না[সম্পাদনা]

দুটো ফুলের বৈজ্ঞানিক নাম একি হতে পারে না যেটা জুঁই ও বেলি ফুলের ক্ষেত্রে হয়েছে (Jasminum sambac ), বেলি ফুলPavelSayekat (আলাপ) ১৩:১৭, ১১ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]

@PavelSayekat আমার যদি ভুল না হয়ে থাকে তবে জুঁইয়ের বৈজ্ঞানিক নাম হিসেবে Jasminum offinale উল্লেখ করা হয়েছে আর বেলি ফুলের বৈজ্ঞানিক নাম হিসেবে Jasminum sambac লেখা হয়েছে। -- Aishik Rehman ১৫:১৫, ১১ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
দ্বিপদী নামকরণের নিয়মে যে কোন প্রজাতির নাম হয় তার "গণ(Genus) প্রজাতি(Species)", Jasminum Sambac মানে দাঁড়ায় তার গণ হল Jasminum এবং প্রজাতি হল Sambac, https://en.wikipedia.org/wiki/Jasminum_sambac লক্ষ করুণ, তাতে আপনি জানবেন যে বেলি এবং জুঁই selective breeding এর মাধ্যমে জন্মানো Cultivar ভেদ মাত্র। এবং এখানে ফুলের যে ছবিটি দেওয়া হয়েছে সেটা Jasmine sambac এর https://commons.wikimedia.org/wiki/File:Jasminum_sambac_%27Grand_Duke_of_Tuscany%27.jpg এবং বাংলায় বেলি ফুলে ব্যবহৃত ছবি https://bn.wikipedia.org/wiki/File:Jasminum_sambac_%27Grand_Duke_of_Tuscany%27.jpg দুটো একই, যেটা এখানেও ব্যবহার করা হয়েছে কিন্তু জুঁই ফুল নামে। PavelSayekat (আলাপ) ১৬:২১, ১১ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
@PavelSayekat আচ্ছা, আমি ঠিক বুঝতে পারছি না আপনি কোন বিষয়টা বলতে চাচ্ছেন, সম্ভবত লিংক আর নামের ভেতরে সব গুলিয়ে ফেলছি আমি বা আপনি যে কেউ। আমার মনে হয় সমস্যাটা বাদ দিয়ে এখন কী করা উচিত এই দুটো নিবন্ধের সঙ্গে সেটা বললে তাহলে সমাধানে আসতে সহজ হবে। কষ্ট করে এই বিষয়টা জানান। -- Aishik Rehman ১৭:১৯, ১১ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
@PavelSayekat আরেকটা বিষয় হল "জুঁই" একটি গণের নাম আবার একই সঙ্গে একটি প্রজাতিও সম্ভবত। অন্যদিকে বেলি ফুল জুঁই গণের একটি প্রজাতি মাত্র। -- Aishik Rehman ১৫:১৯, ১১ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]