আলাপ:জালালউদ্দিন মুহাম্মদ শাহ

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

জালালুদ্দিন এর এই ছবিটি ভূঁয়া[সম্পাদনা]

জালালউদ্দিনের যে ছবিটি এখন উপস্থিত, কেবল তার পিতা রাজা গণেশের প্রতিকৃতির উপর দাড়ি-যুক্ত এক ছবি।    

আমি সম্প্রতি এই উপহাস্য চিত্রকে বদল করেছিলাম তার নাম উৎকীর্ণ এক সুলতানি আমল মুদ্রার চিত্রের অনুকূলে। কিন্তুক দেখা যাচ্ছে এই হাস্যকর ছবিটি পুনরায় ফিরিয়ে আনা হয়েছে।

@SalamAlayka ক্ষমা চাচ্ছি ঠিক মতো খেয়াল না নেয়ার জন্যে, ইতিমধ্যে উপস্থিত মুদ্রার ছিবিটি আমার নজরে পরে নাই।

আবেদন জানাচ্ছি মুদ্রার ছবিটি পুনরায় ফিরিয়ে আনার জন্যে, দরকার হলে যে মুদ্রার ছবিটি বর্তমানে আছে, সেটা সরানো হোক। Al Gofran Orin (আলাপ) ২১:১৩, ১৫ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]