আলাপ:চন্দ্র অনুসন্ধান

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

অনুবাদে ভাষাগত সমস্যা[সম্পাদনা]

সুপ্রিয় @Symoum Syfullah Priyo: বাংলা উইকিপিডিয়ার অমর একুশে নিবন্ধ মানোন্নয়ন প্রতিযোগিতায় অংশ নেওয়ায় আপনাকে ধন্যবাদ। তবে আপনার জমাদানকৃত চন্দ্র অনুসন্ধান নিবন্ধটির অনুবাদ পুরোপুরি বোধগম্য নয়। এরকম হওয়ার একটি কারণ হতে পারে যান্ত্রিক অনুবাদ বা গুগল অনুবাদ ব্যবহার। প্রতিযোগীতার নিয়মে বলা আছে, যান্ত্রিক অনুবাদ বা গুগল অনুবাদ ইত্যাদির মত অনুবাদ কোনোক্রমেই গ্রহণযোগ্য নয়। যান্ত্রিক কোনো অনুবাদক ব্যবহার করলে নিজে পড়ে সংশোধন করে নিন, অনুবাদ বোধগম্য হচ্ছে কিনা নিশ্চিত করুন। এছাড়া, আমি লক্ষ্য করেছি আপনি অনেক জায়গায় ইংরেজি লেখাকে সংক্ষিপ্ত এবং পরিমার্জিত ভাবে অনুবাদ করেছেন। তাই আপনার নিবন্ধটি গৃহীত হয়নি। আপনার বুঝতে সুবিধার জন্য আমি কয়েকটি অনুচ্ছেদ পরিষ্কার করেছি। এভাবে অনুগ্রহপূর্বক আপনি en:Exploration of the Moon নিবন্ধটি সম্পূর্ণ এবং বোধগম্য অনুবাদ করে আমাকে জানান। ধন্যবাদ। --সাজিদ রেজা করিম ১৬:১৭, ১৬ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]