আলাপ:চট্টগ্রামের ইতিহাস

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: Munirhasan কর্তৃক ১৩ বছর পূর্বে "মাস্টারদা আর মুক্তিযুদ্ধ" অনুচ্ছেদে

Lot of good information. but I hope the information was written in your own language and not a cut paste from any place? --user:Dr.saptarshi69.110.5.192 ১৯:৩১, ১ এপ্রিল ২০০৭ (ইউটিসি)উত্তর দিন

নামের উৎস[সম্পাদনা]

নামের উৎস কী এখানে থাকবে না কি চট্টগ্রামের মূল নিবন্ধে চলে যাবে? আমার ধারণা ইতিহাসে নামের উৎস থাকাটা বেমানান। Munirhasan ১৫:৪৩, ১৯ মার্চ ২০০৮ (ইউটিসি)উত্তর দিন

ইতিহাস[সম্পাদনা]

অনেক বড় ইতিহাসকে সংক্ষিপ্ত করার চেস্টা করছি। কিছু কিছু জায়গা লিখতে ইচ্ছে না করলে এড়িয়ে যাচ্ছি। আমি চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক আজাদীর ৩৫ বছর পূর্তি উপলক্ষে প্রকাশিত চট্টগ্রাম আকর গ্রণ্থটিকে ব্যবহার করছি আমার ভিত্তি হিসাবে। বইটি অবশ্যই নিজেই একটি রেফারেন্স। আমি ঠিক জানিনা আরো ক্রস রেফারেন্স লাগবে কী না। আপাতত আমার ক্রসচেকিং‌এর খায়েশ নাই। শেষ করার পরে যারা ঐ ঢাউস গ্রণ্থটি লিখেছেন তাদের সঙ্গ যোগাযোগ করতে পারি। Munirhasan

তালিকা[সম্পাদনা]

তালিকা দুইটিকে কেউকি দয়া করে ফরমঃবট করে দেবেন? ডান পাশে, কলাম ছোট হলে ভাল হয়। Munirhasan

জে এম সেন[সম্পাদনা]

চট্টগ্রামের আন্দরকিল্লা এলাকায় আমার জন্ম। জে এম সনের মাঠে অনেক খেলাধুলা করেছি। নতুন করে চট্টগ্রামের ইতিহাস পড়তে গিয়ে দেখছি জে এম সেনের কীর্তি। হলের সামনে তাঁর একটি আবক্ষ মূর্তি আছে। কেউ কি ঐ ছবি তুলবেন? ইতিহাসের ঘটনায় নানান ছবি স্পষ্ট হচ্ছে। ইতিহাস পাঠে সেরকম আগ্রহ আমার কোন কালে ছিল না। এখন উইকির কারণে ভালই লাগছে। Munirhasan ১৫:৩৫, ২১ মার্চ ২০০৮ (ইউটিসি)উত্তর দিন

সাহায্য দরকার[সম্পাদনা]

হাজার বছরের একটি ঘটনাপঞ্জি যোগ করেছি্। আলমগীর ভাই কম্পোজ করে দিয়েছেন। কয়েকটি কাজ করতে হবে ‌ - ১. ফরম্যাটিং ২. ১৯৯৫‌ থেকে ২০১০ পর্যন্ত ইতিহাসের কিছু সঙযোজন যোমন সিটি কর্পোরেশনের প্রতিষ্ঠা। ৩ এন্ট্রিগুলোকে উইকিফাই করা ৪. ছবি সংযোজন। সবার সাহায্য দরকার। Munirhasan (আলাপ) ১৭:৪২, ১২ আগস্ট ২০১০ (ইউটিসি)উত্তর দিন

ফরম্যাটিং এবং লিংক ঠিক করার কাজ আমি শুরু করেছি। তবে এটা টেবিল ফরম্যাটে থাকলে দেখতে সুবিধা হয়। প্রথম তিনটার জন্য করেছি । ঠিক থাকলে বাকিটুকু করে ফেলতে পারবো। --Nasir Khan Saikat (আলাপ|অবদান) ১৯:০২, ১২ আগস্ট ২০১০ (ইউটিসি)উত্তর দিন
ধন্যবাদ নাসির। আমিও চেষ্টা চালিয়ে যাচ্ছি। Munirhasan (আলাপ) ১১:৫৬, ১৩ আগস্ট ২০১০ (ইউটিসি)উত্তর দিন

মাস্টারদা আর মুক্তিযুদ্ধ[সম্পাদনা]

চট্টগ্রাম ইতিহাসের দুটি দরকারী অধ্যায় হলো যুব বিদ্রোহ আর মুক্তিযুদ্ধ। এই দুই বিষয়ের প্রামাণ্য কোন বই বা বইগুলোর নাম জানা দরকার। তাহলে সেগুলো কাজে লাগতো। কারো কোন ধারণা আছে? Munirhasan (আলাপ) ১৬:৫৫, ১৪ আগস্ট ২০১০ (ইউটিসি)উত্তর দিন