আলাপ:গোসল

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

এই ভুক্তিটি কি ধর্মীয় বিষয়ের ভুক্তি, নাকি bathing নামক প্রক্রিয়া, অর্থাৎ গায়ের ময়লা পানি দিয়ে পরিস্কার করার প্রক্রিয়াটির ভুক্তি? যদি ধর্মীয় বিষয় হয়, তবে শিরোনামে তা স্পষ্ট করে লিখতে হবে (যেমন গোসল (ইসলাম ধর্ম)। --রাগিব (আলাপ | অবদান) ০৭:০৫, ২৬ জুন ২০১০ (ইউটিসি)[উত্তর দিন]

আলাদা গোসল (ইসলাম ধর্ম) নিবন্ধ না লিখে গোসল ভুক্তিটির একটি অংশে গোসলের ইসলামী বিধান হিসেবে রাখা যেতে পারে। এত্ত এত্ত ধর্ম, সবগুলোর গোসলের নিয়ম নিয়ে আলাদা নিবন্ধ হওয়ার চেয়ে একসাথে একটি নিবন্ধে থাকলেই ভালো হবে।--ফয়সল (আলাপ | অবদান) ০৯:১১, ২৬ জুন ২০১০ (ইউটিসি)[উত্তর দিন]