আলাপ:গোবিন্দ হালদার

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

"তারপেরে এক সাগর রক্তের বিনিময়ে গানের রেকর্ড করালেন সুরকার আপেল মাহমুদ শিল্পী স্বপনা রায়কে দিয়ে তিনি তখন থাকেতন সৈয় দপুরে খবর পাঠিয়ে স্বপনা রায়কে স্টুডিওতে আনা হলো ১০৪ ডিগ্রি জ্বর নিয়ে তিনি এলেন হাম উঠেছিল ওর সারা গায়ে এমন প্রতিকূল অবস্থাতেও স্বপনা রায় গানটি তার মনের সব মাধুরী মিশিয়ে গাইলেন বিখ্যাত এই গানটি ১৬ ডিসেম্বর পাক-হানাদার বাহিনীর আত্বসম্র্পনের খবর পাওয়া মাত্র সান্ধ্য অধিবেশনে প্রচার করা হয় "

সুত্র: http://www.amardeshbd.com/sub_section.php?issueID=746&sub_section_id=4&NewsID=168704&NewsType=bistarito&oldIssueID=2008/03/26

Mamun2a ০৮:২৮, ২৭ মার্চ ২০০৮ (ইউটিসি)[উত্তর দিন]