আলাপ:গোবিন্দা (অভিনেতা)

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

পাতার শিরোনাম[সম্পাদনা]

হিন্দি চলচ্চিত্র অভিনেতা গোবিন্দা নামে আমরা সবাই জানি কিন্তু সব নিবন্ধে গোবিন্দ লেখা হচ্ছে, হিন্দি ভাষাতে ও গোবিন্দা নামে জানে। হতে পারে আসল নাম গোবিন্দ আহুজা কিন্তু যেই নামে পরিচিত সেটা হলেই ভালো হত। Tarunsamanta (আলাপ) ০৬:৫০, ১ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

@Tarunsamanta: গুগল অনুসন্ধানে গোবিন্দ ও গোবিন্দা দুটি বানানই পাওয়া যাচ্ছে। বাংলাদেশী সংবাদপত্র এবং আনন্দবাজার ও ইন্ডিয়ান এক্সপ্রেসের বাংলা সংস্করণে গোবিন্দ বানানটি দেখতে পাচ্ছি, অন্যদিকে এবিপি আনন্দ, এইবেলা, জি নিউজ ও এনডিটিভি এবং যুগান্তরে গোবিন্দা বানানটি দেখা যাচ্ছে। যেহেতু দুটি বানানই প্রচলিত, হিন্দি বানান (गोविन्दा) অনুসারে "গোবিন্দা"ই রাখা উচিত।--ওয়াকিম (আলাপ) ১৯:২৩, ১ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

আমারও মনে হয়, শিরোনাম এ গোবিন্দা লেখা ভালো হবে। তবে গোবিন্দা সম্পর্কে অনেক গুলি নিবন্ধ ঠিক করতে হবে Tarunsamanta (আলাপ) ১২:১২, ২ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]