আলাপ:গুল-বসান ধনেশ

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

স্পষ্টতর ,সঠিকতর বর্ণনা আবশ্যক[সম্পাদনা]

গুল-বসান ধনেশ পাখিটির বাহ্যিক বিবরণ আরো স্পষ্ট হওয়া দরকার, এর আরো সুনির্দিষ্ট আবশ্যক যাতে অন্যান্য ধনেশ পাখি থেকে গুল-বসান-কে আলাদা করে চেনা যায়৤ বর্ণনার সঙ্গে মিলিয়ে নেয়ার জন্য পূর্ণাবয়ব ফটো আবশ্যক যেমন চিত্র:Aceros cassidix -North Sulawesi-4.jpg৤ একটি তথ্যসূত্র প্রয়োজন যাতে Aceros cassidix -ই গুল-বসান ধনেশ লেখা থাকবে৤ শিরস্ত্রাণ শব্দটি কি ঝুঁটি অর্থে ব্যবহার করা হয়েছে? বিশেষভাবে লক্ষ্যণীয় যে, “মহিলাদের মুখ এবং ঘাড় হয় কালো রঙের” জাতীয় বাক্য বাংলা ব্যাকরণ সম্মত নয়৤ বাংলায় বাক্যের পদসংস্থাপনার ক্রম (syntax) ইংরেজীর মতো নয়৤ বাংলায় “আমি খাই ভাত” না-বলে বলা হয় “আমি ভাত খাই”৤ -- Faizul Latif Chowdhury (আলাপ) ১১:৪৪, ২৮ এপ্রিল ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]