আলাপ:গাজীর গান

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

নিবন্ধের বক্তব্যে আমার আপত্তি[সম্পাদনা]

@DelwarHossain: নিবন্ধে বলা আছে বর্তমানে এ গানের প্রচলন নেই আমার কথা হলো এখনো এই গানের প্রচলন আছে। আমি নিবন্ধে বহিঃ সংযোগে তিনটি ভিডিও দিয়েছি যেগুলো অতি সাম্প্রতিক আপলোড করা। আমার মনে হয়- প্রচলন নেই না বলে বলা উচিত। প্রচলন বর্তমানে কমে গেছে। অথবা বলা উচিত একসময় সারা বাংলায় প্রচলন থাকলেও বর্তমানে অল্প কয়েকটি জেলায় এর প্রচলন সীমাবদ্ধ হয়ে গেছে। অথবা এরকম দেখে আপনার মত করে দিয়ে দিন।  কুউ  পুলক  ১৬:০৩, ১৯ মার্চ ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

@Kupulak: আপনার সাথে দ্বিমত করছি না, সূত্রগুলোতে যেটা পেয়েছি সেটিই দিয়েছি। এছাড়া আমার দেখা শোনার মধ্যেও এখন আর গাজীর গানের আসর দেখি না। তাই এখন থাকলে ওই বাক্য সংশোধন করে দেয়া যেতে পারে। --দেলোয়ার () • ১৬:১৬, ১৯ মার্চ ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@DelwarHossain: আপনাকে ধন্যবাদ। আমার জানা মতে, বৃহত্তর ফরিদপুরের জেলাগুলো এবং মানিকগঞ্জে এখনও নিয়মিত মৌসুমী এ গানের আসর বসে।  কুউ  পুলক  ১৬:৩৩, ১৯ মার্চ ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]