আলাপ:খ্রিস্টিয়ান হাওখেন্স

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বানান[সম্পাদনা]

ক্রিস্টিয়ান হাইগেনসখ্রিস্টিয়ান হাওখেন্স কোন বানানটি সঠিক?--জয়ন্ত (আলাপ | অবদান) ১৫:৫১, ১৪ জুন ২০০৯ (ইউটিসি)[উত্তর দিন]

আমাদের পাঠ্যবইতে ক্রিস্টিয়ান হাইগেনস দেখেছি, তবে ইংরেজিতে Christian Huygens লেখা হলেও ওলন্দাজ উচ্চারণ অনুযায়ী কী হবে তা জানি না।ফয়সল ১৬:০২, ১৪ জুন ২০০৯ (ইউটিসি)[উত্তর দিন]
হুঃ ... তাহলে আলোচনার পরই এককিকরণ করা যাবে। জাহিন ভাই নেই। উনি থাকলে একটা কিছু উপায় বাতলাতেন। অর্ণবও এই বিষয়ে কিছু আলোকপাত করে কিনা দেখা যাক। আমাদের উইকিপেডিয়া:বাংলা ভাষায় ওলন্দাজ শব্দের প্রতিবর্ণীকরণ করাই আছে। ওই টা পড়ে কিছুই বুঝতে পারিনা। আমি আবার ভাষা বিজ্ঞানের জটিল ব্যাপার গুলি অতো ভালো বুঝি না। অন্য কেউ যদি উদ্ধার করতে পারেন।--জয়ন্ত (আলাপ | অবদান) ১৬:১৩, ১৪ জুন ২০০৯ (ইউটিসি)[উত্তর দিন]
আমার বুদ্ধিতে যতোটুকু বুঝলাম প্রতিবর্ণীকরণের নিয়ম মতে খ্রিস্টিয়ান হাওখেন্স বানানটাই ঠিক, তবে কোনটা প্রচলিত এটা দেখতে হবে।--জয়ন্ত (আলাপ | অবদান) ১৬:২৮, ১৪ জুন ২০০৯ (ইউটিসি)[উত্তর দিন]