আলাপ:কীটতত্ত্ব

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

কীটবিজ্ঞান পরিভাষা[সম্পাদনা]

আমার random guess নীচে লিখলাম। কিন্তু উইকিপিডিয়াতে তথ্যসূত্র ছাড়া এভাবে প্রতিভাষা লেখা যাবে না। কেউ একটা কীটবিজ্ঞানের বই বা অন্য তথ্যসূত্র থেকে থেকে পরিভাষাগুলি দেখে দিন। গোপালচন্দ্র ভট্টাচার্য বা আর কেউ নিশ্চয় লিছু না কিছু লিখে গেছেন। --সপ্তর্ষি(আলাপ | অবদান) ২০:১১, ১৯ জুন ২০০৯ (ইউটিসি)[উত্তর দিন]

  • Entomology=কীটবিজ্ঞান
  • Insect= ? কীট
  • Insecta=
  • Exoskeleton= বহিঃকঙ্কাল
  • Compound eye= যৌগিক চক্ষু? বা যৌগিক অক্ষি?=
  • Ommatidium=
  • Ocellus=
  • Metamorphosis= রূপান্তর না দশান্তর?
  • Nymph =শিশুপরী (নারায়ণ সান্যালের ভাষায়)
  • en:Holometabolism = ? পূর্ণ-রূপান্তর, তাহলে Holometabolous = ? পূর্ণ-রূপান্তরকারী
  • en:Hemimetabolism= ? অসম্পূর্ণ রূপান্তর, তাহলে Hemimetabolous = ? অসম্পূর্ণ-রূপান্তরকারী না শিশুপরীধন্যা (নারায়ণ সান্যালের ভাষায়)
  • Diptera = ? দ্বিপক্ষ
  • Hymenoptera= ? ঝিল্লিপক্ষ
  • Lepidoptera= ?শল্কপক্ষ
  • Orthoptera= ?
কীট খুব বেশি সাধু ভাষা গোছের, এর বদলে পোকা, কিংবা পতঙ্গ বললে সহজ শোনায়। নিম্ফের বাংলা শিশুপরী অন্য অর্থে হয়, পোকার বাচ্চা দশা বোঝাতে ওটা ব্যবহারে বিভ্রান্তি বাড়বে। আর গোত্র বিষয়ক শব্দগুলো বাংলা করা একেবারেই উচিৎ নয় ... সব পাঠ্য বইতেই এগুলোর বৈজ্ঞানিক নাম ব্যবহার করা হয়। --রাগিব (আলাপ | অবদান) ০৬:০৭, ২০ জুন ২০০৯ (ইউটিসি)[উত্তর দিন]

Classification[সম্পাদনা]