আলাপ:কালীগঞ্জ উপজেলা
আলোচনা যোগ করুনঅবয়ব
সাম্প্রতিক মন্তব্য: Bellayet কর্তৃক ১৬ বছর পূর্বে "একটা সমস্যা" অনুচ্ছেদে
এই পাতাটি কালীগঞ্জ উপজেলা নিবন্ধের উন্নয়ন নিয়ে আলোচনার জন্য আলাপ পাতা। | |||
| নিবন্ধ সম্পাদনার নীতিমালা
|
একটা সমস্যা
[সম্পাদনা]গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলা সম্পাদনা করতে এসে দেখি এখানে লালমনিরহাটের কালীগঞ্জ এর লিংক দেয়া। আমি কি নতুন কালীগঞ্জ উপজেলা তৈরী করব? আরেকটা উপজেলা আছে এই নামে সাতক্ষীরাতে, ঝিনাইদহ তে একটা জায়গা আছে, অবশ্য ওটা উপজেলা কিনা আমি নিশ্চিত না।— Swakkhar17 (আলাপ • অবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।
- আগে জায়গা গুলোর ব্যপারে নিশ্চিত হন। জেলা উপজেলা না হলে নিবন্ধ তৈরি করার দরকার নাই। কারণ তা গুরুত্বপূর্ণ কোন স্থান নয়। যদি এমন কোন স্থান হয়ে থাকে যা জেলা উপজেলা শহর নয়, কিন্তু ঐতিহাসিক বা গুরুত্বপূর্ণ স্থান তাহলে তার পাতা তৈরি করতে কালীগঞ্জের আলাপের পাতায় প্রস্তাব রাখুন। ধন্যবাদ।--বেলায়েত (আলাপ | অবদান) ০৮:৫০, ২২ মার্চ ২০০৮ (ইউটিসি)
গুরুত্বপূর্ণ স্থান কিভাবে বোঝা যায়? গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলা আমার মতে একটা গুরুত্বপূর্ন স্থান, এখানে বাংলাদেশের অন্যতম বৃহত্তম পাটকল ছিলো, শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত। আর তাছাড়া দেশের প্রথম পর্তুগীজ গীর্জাটিও এখানে, ধারণা করা হয় যে ন্যাথানিয়াল হেলহেড এখানে বসেই প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন। আপনি কি জানাবেন যে কালীগঞ্জ যথেষ্ট গুরুত্বপূর্ণ হয়েছে কিনা?— Swakkhar17 (আলাপ • অবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।
- আপনি নিশ্চিত হন এলাকাটি কেন বিখ্যাত। এবং আপনি কেন মনে করেন এ স্থানটি সম্পর্কে একটি বিশ্বকোষে লেখা থাকা উচিত। এ এলাকাটির সম্পর্কে একটি পাতা তৈরি করার মত যথেষ্ট তথ্য কি দেয়া সম্ভব? এ ব্যপার গুলো নিজেই চিন্তা করলে বুঝতে পারবেন এলাকাটি গুরুত্বপূর্ণ কি না। আর বার্তার শেষে আপনার স্বাক্ষর দিতে ভুলবেন না। ধন্যবাদ।--বেলায়েত (আলাপ | অবদান) ১৫:৪৭, ২৯ মার্চ ২০০৮ (ইউটিসি)