বিষয়বস্তুতে চলুন

আলাপ:কার্যকর ভর (কঠিন-অবস্থার পদার্থবিদ্যা)

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

কার্যকর ভর (কঠিন-অবস্থার পদার্থবিদ্যা)

[সম্পাদনা]

প্রিয় @Mehedi Hossen Limon: উইকিপিডিয়া নিবন্ধ প্রতিযোগিতায় অংশ নিয়ে এই নিবন্ধটি অনুবাদে আগ্রহ প্রকাশ করায় আপনাকে ধন্যবাদ। আপনার অনুবাদ ভালো হয়েছে তবে ইংরেজি নিবন্ধের Density of states effective masses (lightly doped semiconductors) অনুচ্ছেদের কিছু অংশ এবং Experimental determination অনুচ্ছেদটি আপনি বাদ পড়েছে। দয়া করে প্রতিযোগিতা চলাকালীন সময়ের মধ্যে নিবন্ধটি সম্পূর্ণ অনুবাদ শেষ করুন এবং এখানে জানান। পুনরায় জমা দেওয়ার প্রয়োজন নেই। ধন্যবাদ। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ০৭:২৪, ৩ মার্চ ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

কার্যকর ভর (কঠিন-অবস্থার পদার্থবিদ্যা) বাদ পড়া অংশ যুক্তকরণ

[সম্পাদনা]

প্রিয় @NahidSultan:, প্রথমেই দুঃখ প্রকাশ করছি একটানা অনুবাদের ক্লান্তির কারণে কিছু অনুচ্ছেদ বাদ পড়ে যাওয়ায়। আপনাকে ধন্যবাদ বিষয়টি নজরে আনার জন্য। বাদ পড়া অংশ যুক্ত করেছি। আপনার উল্লেখিত ওই দুই অনুচ্ছেদ একসাথে মিশে গিয়েছিল এবং কিছু লাইন বাদ পড়েছিল। এগুলো ঠিক করা হয়েছে। অনুগ্রহ করে আপনি একবার দেখে নিলে ভাল হয়। আর কোন সমস্যা হলে আশা করি জানিয়ে দিবেন। আপনার পরিশ্রম বৃদ্ধি করার জন্য দুঃখিত। ~ দুরন্ত পথিক আলাপ ১৫:২৬, ৩ মার্চ ২০১৮ (ইউটিসি+৬)

ঠিক আছে, সমস্যা নেই। এরকম মাঝে মাঝে হয়েই থাকে। আপনার নিবন্ধটি গৃহীত হিসেবে মার্ক করে দিচ্ছি। ধন্যবাদ। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ০৮:৩০, ৩ মার্চ ২০১৮ (ইউটিসি)উত্তর দিন