আলাপ:কাক

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

কাকের বংশ-পরিচয়ঃ[সম্পাদনা]

কাকের বংশ-পরিচয়ঃ

জীববৈচিত্র বিষয়ক অনলাইন পোর্টাল লিস্টভার্স ডটকম থেকে জানা যায়, কাক বা Crow কর্ভিডি গোত্রের অন্তর্গত এক ধরণের পাখী। কাকের উদ্ভব ঘটেছে মধ্য এশিয়ায়। সেখান থেকে এটি উত্তর আমেরিকা, আফ্রিকা, ইউরোপ ও অস্ট্রেলিয়া মহাদেশে ছড়িয়ে পড়ে। পৃথিবীতে   চল্লিশ টিরও বেশি প্রজাতির কাক দেখা যায়। তবে বাংলাদেশে সাধারণত বেশি সংখ্যক পাতিকাক ও অল্প সংখ্যক দাঁড়কাক দেখা যায়। পাতিকাকের মাথার পেছন থেকে গলা ও বুক এবং পেটের সামনের দিকটা ধূসর বা ফ্যাকাসে ধূসর; বাকি সারা দেহ, ঠোঁট, চোখ এবং পা কালো। মাথার তালু, কপাল ও গলার নিচের দিকটাও কালো। ঠোঁট দাঁড়কাকের মত, তবে একটু কম বাঁকা। ঠোঁটে গোঁফ দেখা যায়। বার্ড ওয়াচার জাবের আনসারীর সাথে কথা বলে কাক সম্পর্কে বেশ কয়েকটি তথ্য জানা যায়। Monirulisorkar (আলাপ) ১৪:১৩, ১১ জুন ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]