আলাপ:কাঁকন বিবি

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

উল্লেখযোগ্যতা প্রমাণের প্রচেষ্টায় কিছু ওয়েব লিঙ্ক দিলাম, যদিও বীরপ্রতীক উপাধী লাভের ব্যাপারে এখনও কোন নির্ভরযোগ্য সূত্র খুজে পাই নাই। দেখি কি করা যায়।--বেলায়েত (আলাপ | অবদান) ০৮:৪৬, ৯ জুলাই ২০০৯ (ইউটিসি)[উত্তর দিন]

কাকন বিবি পাতার নামে ভুল[সম্পাদনা]

এই পাতাটি বীরপ্রতিক কাঁকন বিবির নামে খোলা হয়েছে, কিন্তু কোন কারণে কাঁকন বানানে চন্দ্রবিন্দু (ঁ) ব্যবহার করা হয়নি৷ এছাড়া, বাংলাদেশের মানুষের কাছে কাঁকন বিবি বলে পরিচিত হলেও কাঁকন বিবির মূল নাম এটি নয়, তাঁর মূল নাম কাঁকাত হেনিনচিতা৷ এই বিষয়ে ঢাকা টাইমের এই পাতাটি দেখুতে অনুরোধ করছি৷ --তাহের আলমাহদী ০৭:১৫, ২২ মার্চ ২০১৮ (ইউটিসি)

@Taheralmahdi: সঠিক শিরোনামে স্থানান্তর  করা হয়েছে। — অংকন (আলাপ) ০৭:০১, ২৩ মার্চ ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]