আলাপ:ওয়ালেস রেখা

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

তথ্যসূত্র ছাড়া নিবন্ধ লেখা অর্থহীন। অনেকে মনে করেন- আপাতত লিখে রাখি পড়ে সূত্র যোগ করব। কিন্তু বোঝা উচিত বাংলা উইকিপিডিয়া এখন আর শৈশবে নেই। এখন উইকিপিডিয়ার একটি নিবন্ধকে খেলাঘর হিসেবে ব্যবহার করা ঠিক না। আপনি যতটুকুই যোগ করুন না কেন সেটুকু উইকির নীতিমালার সাথে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ হওয়া উচিত। তাছাড়া, সাথে সাথে তথ্যসূত্র যোগ না করলে পড়ে মনেও থাকে না কোন লাইন কোথা থেকে নিয়েছিলেন। এভাবে তথ্যসূত্রহীন এবং অন্যান্য অনেক সমস্যা সহ নিবন্ধ প্রকাশের কারণেই বর্তমানে বাংলা উইকিপিডিয়ার অধিকাংশ নিবন্ধের মান খুব খারাপ, এবং অনেক নিবন্ধ ডিলিটযোগ্য। -- মুহাম্মদ (আলাপ) ০৮:৩০, ১৮ জুন ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]