আলাপ:ওজীহুল্লাহ সন্দ্বীপী

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ইংরেজি[সম্পাদনা]

@Owais Al Qarni: এই নিবন্ধটার ইংরেজি সংস্করনে (en:Wajihullah) অনেক অপ্রয়োজনীয় বাক্য/শব্দ আছে। আমি ইংরেজিতে অভিজ্ঞ নই, তাই আপনি সময় পেলে প্রয়োজনীয় বিষয়গুলো রেখে বাকীগুলো ডিলিট করে দিন। — সাফী মাহফূজ 《ডাকঘর》 ১৩:০৩, ৩ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

@Owais Al Qarni:, @Safi Mahfouz:, বাংলা ভাষায় উনার নাম "ওজীহুল্লাহ" ছিলেন। https://www.bjilibrary.com/1589/24 এই যে দেখুন --SalamAlayka (আলাপ) ২৩:২৯, ৩ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@SalamAlayka: আপনাকে দেখে খুশি হলাম। মন্তব্য জানানোর জন্য ধন্যবাদ। নিয়মিত সম্পাদনা করার অনুরোধ রইল। এই নিবন্ধে শাহ আহমদ হাসানের লেখা মাশায়েখে চাটগাম বইটা আমার কাছে আছে। ইতিমধ্যেই অনেক জায়গায় ব্যবহার করেছি। তবে সেখানে ওয়াজিহুল্লাহ নামে কাউকে পেলাম না। দয়া করে, পৃষ্ঠা নাম্বারটা বলবেন? - ওয়াইস আলাপ ০০:৩০, ৪ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@SalamAlayka এবং Owais Al Qarni: সালাম ভাই, আপনি ইংরেজি উইকির কথা উল্লেখ করলেন, কিন্তু ইংরেজি উইকিতে নিবন্ধের শিরোনাম, তথ্যছকের শিরোনাম, ভূমিকার শুরুতে Wajihullah লেখা আছে। শুধুমাত্র তথ্যছকের 'অন্যান্য নাম' অপশনে Ojihullah লেখা আছে। Wa-এর উচ্চারন বাংলায় "ও" নয়, "ওয়া"। আশা করি বুঝতে পেরেছেন। — সাফী মাহফূজ 《ডাকঘর》 ০৪:০১, ৪ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@Owais Al Qarni: মাফ করুন, হ​য়ত আমি ভুল করেছি। আমি বাংলা উইকিপিডিয়ায ঐ প্রথম জ​ড়িত হয়েছি। @Safi Mahfouz: বাংলা তথ্যসূত্রে উনার নাম "ওজীহুল্লাহ" করে বানান করা হ​য়, https://www.bjilibrary.com/1589/24 এই যে দেখুন। আরবী ভাষায় "ওয়াজীহুল্লাহ" পেয়েছি কিন্তু বাংলা তথ্যসূত্রে এই বানান পাইনি। ক্ষমা করুন --SalamAlayka (আলাপ) ২০:১৮, ৪ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@SalamAlayka ও @Owais Al Qarni: দয়া করে বলুন, উনার নাম ওয়াজীহুল্লাহ, নাকি ওজীহুল্লাহ?? — সাফী মাহফূজ 《ডাকঘর》 ০৫:৫৬, ৫ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
বাংলা ভাষায় উনার নাম "ওজীহুল্লাহ"। ঐতিহ্যগতভাবে আরবী ভাষার "ওয়া" বাংলায় "ও" হয় (কিন্তু আধুনিকভাবে এমন নয়)। পুরান আরবী শব্দগুলি যা বাংলায় সংহত করা হয়েছে তার মতো বানানযুক্ত। যেমন وضوء বাংলায় "ওজু", এবং وزير বাংলায় "উজির"। "ওয়া" ধারণাটা আরো আধুনিক, এর জন্য উনার নাম বইপত্রে "ওজীহুল্লাহ" করে বানান করা হ​য়।--SalamAlayka (আলাপ) ১৩:৪২, ৫ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]