আলাপ:এবিএম হোসেন

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

সমস্যা[সম্পাদনা]

আফতাব ভাই এই নিবন্ধে টেমপ্লেটে কী সমস্যা হচ্ছে বুঝতে পারলাম না। একটু দেখবেন কি? -- আদিভাই (আলাপ) ০৪:১১, ১২ জুলাই ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

@Meghmollar2017: টেমপ্লেটে দিন ও মাস যুক্ত না করায় ক্রুটি দেখা গিয়েছিল। আর যেহেতু শুধু বছরই যোগ করা হবে, তাই টেমপ্লেটটি সরিয়ে শুধু "১৯৩৪" যুক্ত করেছি। এখন সমস্যা হবেনা। ~ নাহিয়ান আলাপ ০৪:২২, ১২ জুলাই ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@Nahian: ধন্যবাদ। এখন আশা করি সমস্যা হবে না, কারণ জন্ম তারিখ পাওয়া গেছে। :) -- আদিভাই (আলাপ) ০৫:১৬, ১২ জুলাই ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

মৃত্যু তারিখ[সম্পাদনা]

সুধী, এবিএম হোসেনের মৃত্যুর প্রকৃত তারিখ নিয়ে একটু সমস্যা হচ্ছে। এখানে দেখুন। কী করা যায় বুঝতে পারছি না। -- আদিভাই (আলাপ) ০৯:০০, ১২ জুলাই ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

প্রিয় আদিভাই, এক্ষেত্রে পরেরদিন ২টা ধরা হবে। কারণ আমাদের দেশে সূর্যোদয়ের মাধ্যমে দিনের শুরু হিসাব করা হলেও আন্তর্জাতিকভাবে রাত ১২:০০ টার সঙ্গে সঙ্গে শুরু হয়। ফলে এদেশের সংবাদপত্র প্রচলন অনুযায়ী রাত ২ টাকে পূর্বেরদিন হিসেবেই গণ্য করেছে সম্ভবত। কিন্তু উইকিপিডিয়ায় আন্তর্জাতিক নিয়মই মানা হবে। তবে এক্ষেত্রে ইউটিসি সময়ে দেয়ার ব্যাপারটার বিরোধিতা করি। কোনো ভুল হলে জানাবেন। ধন্যবাদ।নকীব সরকার বলুন... ১০:৫৭, ১২ জুলাই ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@Nokib Sarkar: ধন্যবাদ, কিন্তু প্রশ্ন হলো "টীকা" অংশটুকু থাকবে, নাকি থাকবে না? -- আদিভাই (আলাপ) ১১:৩৪, ১২ জুলাই ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
এখানে টীকাটা অপ্রয়োজনীয় মনে হচ্ছে। কারণ সাধরণত রাত ১২টার পরই আমরা এতোদিন এরকম তারিখ যুক্ত করে আসছি। সাহারা খাতুন মৃত্যুবরণ করেছিলেন ১১.৪৫-এ তখনও আগের দিনই ধরে আমারও লিখেছিলাম এবং সব মাধ্যমেও তাই এসেছে। সুতরাং বিষয়টিকে টীকা আকারে দিয়ে আরো জটিল ও পাঠককে কনফিউজ্ড করা হবে। আর এ ধরণের বিষয় নিবন্ধের আলাপ পাতায় আলোচনা করতে হয়। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১১:৫২, ১২ জুলাই ২০২০ (ইউটিসি) নকীব সরকার বলুন... ১১:৫৫, ১২ জুলাই ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
উল্লেখ না করে নিবন্ধের আলাপ পাতায় আলোচনা করলে সাথে সাথে হয়তো সহায়তা পেতাম না। তাই সকলের দৃষ্টি আকর্ষণের জন্য আলোচনাসভায় বার্তা দিয়েছিলাম। যাই হোক, নাহিদ ভাইকে ধন্যবাদ নিবন্ধটিতে কাজ সম্পূর্ণ করার জন্য। -- আদিভাই (আলাপ) ০৪:৪৯, ১৪ জুলাই ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]