আলাপ:একচেটিয়া পুঁজি

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

একচেটিয়া পুঁজি[সম্পাদনা]

একচেটিয়া কারবার নিবন্ধটির জন্য পাতা তৈরি করা হয়েছে কিন্তু কোনো লেখা এখনও যোগ করা হয় নাই। এমন খালি নিবন্ধে অন্য নিবন্ধ থেকে লেখা সরিয়ে আনাটা কি ঠিক হবে, কারণ মূল বিষয়ই এখনে অনুপস্থিত? নিবন্ধটিতে এক প্যারা লিখে দেন। তারপর একচেটিয়া পুঁজি কে সরিয়ে রিডাইরেক্ট করে দেওয়া যাবে।--বেলায়েত (আলাপ | অবদান) ০৬:১৫, ২৬ অক্টোবর ২০০৯ (ইউটিসি)[উত্তর দিন]

পুরো বিষয়টাই কি ভুল নাকি লেখা ভুল? লেখা ভুল হলে আপাতত লেখা ঠিক করে দেওয়া যেতে পারে, এবং পাতাটি রাখা যেতে পারে। আর এ বিষয়টিই যদি ভুল, অর্থ্যাৎ এমন কিছু যদি না থাকে তাহলে পুরো পাতাটিই ডিলিট করতে হবে। আসলে ডিলিট করার ব্যাপারে বিস্তারিত আলোচনা ঐ পাতার আলাপের পাতায় করা দরকার। তাহলে তা রেকর্ড থাকবে।--বেলায়েত (আলাপ | অবদান) ০৬:৪৬, ২৬ অক্টোবর ২০০৯ (ইউটিসি)[উত্তর দিন]

বিষয়টি ভুল নয়, এধরনের বিষয়ের অস্তিত্ব ব্যবসায় আছে। সবচেয়ে বেশি আছে মার্কসবাদী ক্যাপিটালিজমে (এ নামে একটা বইও আছে en:Monopoly Capital)। তাছাড়া ফয়জুল ভাই যেহেতু বলেছেন এ বিষয়ে লেখা যোগ করা যায় তবে আমার মত—
"একচেটিয়া বাজার"-এ রিডিরেক্ট করা ও একচেটিয়া কারবার নিবন্ধে একটা অংশ যোগ করা, যার শিরোনাম "একচেটিয়া পুঁজি"। এখন কেউ যদি "একচেটিয়া পুঁজি" লিখে সার্চ দেয় তবে, সে কোনো নিবন্ধ পাবে না, কিন্তু যেনো সে অনুচ্ছেদটিতে চলে আসতে পারে, তাই "একচেটিয়া পুঁজি" নিবন্ধটি "একচেটিয়া কারবার" নিবন্ধের ঐ অনুচ্ছেদে রিডিরেক্ট করা থাকবে। এরফলে কেউ যদি একচেটিয়া পুঁজি নিবন্ধটি খোঁজ করে, তবে সরাসরি একচেটিয়া কারবার নিবন্ধটির একচেটিয়া পুঁজি অনুচ্ছেদে চলে আসবে। এজন্য সম্ভবত নিবন্ধটি ডিলিটের প্রয়োজন নেই। — তানভির আলাপ অবদান ০৭:০২, ২৬ অক্টোবর ২০০৯ (ইউটিসি)[উত্তর দিন]
একচেটিয়া কারবার নিবন্ধটির আগে মানোন্নয়ন প্রয়োজন। ওটি করা হলে, তারপর একচেটিয়া পুঁজি নিবন্ধটি ঐ পাতায় নেওয়া যাবে। মূলবিষয়টি আগে উন্নয়ন করা হলে তারপর তার অনুচ্ছেদ উন্নয়ন করা যাবে।--বেলায়েত (আলাপ | অবদান) ০৭:১০, ২৬ অক্টোবর ২০০৯ (ইউটিসি)[উত্তর দিন]
  • একচেটিয়া পুঁজি শিরোনামে যে নিবন্ধটি আছে তা বর্তমানে খুবই সংক্ষিপ্ত। এতে একচেটিয়া পুজিঁর যে সঙ্গার্থ প্রদান করা হয়েছে তা ভুল এবং দিকভ্রষ্টকর, যদিও একটি তথ্যসূত্র দেয়া আছে।। এটি অবলোপন করা আবশ্যক। একচেটিয়া কারবার নামে যে শিরোনামসর্বস্ব নিবন্ধ আছে তাতে "একচেটিয়া পুঁজি" নামে অনুচ্ছেদ করা যায়। পরবর্তীতে যোগ্য কেউ একচেটিয়া পুঁজি বিষযে পৃথক নিবন্ধ লিখতে পারেন। Faizul Latif Chowdhury (talk) ০৭:১৬, ২৬ অক্টোবর ২০০৯ (ইউটিসি)[উত্তর দিন]
"একচেটিয়া কারবার" এর পরিবর্তে নিবন্ধের শিরঃনাম "একচেটিয়া বাজার" হলে যথোপযুক্ত হয়। পরিবর্তনের জন্য অনুরোধ। Faizul Latif Chowdhury (talk) ০৮:২৩, ২৬ অক্টোবর ২০০৯ (ইউটিসি)[উত্তর দিন]