আলাপ:এইচ.আই.ভি.

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

এই সমস্যাটি আগেও হয়েছে। বাংলা ভাষায় কোন ফুল স্টপ নেই। সুতরাং এইচআইভি হওয়া উচিত। ইংরেজিতেও কিন্তু HIV লেখা হয়। সম্মত হলে রিডাইরেক্ট করে দেযা যায়। -- মুহাম্মদ ০০:০৫, ৫ জুলাই ২০০৭ (ইউটিসি)[উত্তর দিন]

ফুল স্টপ নাই ঠিক, কিন্তু যখন আমরা কিলোমিটার লিখি তখন কিন্তু কিমি. লেখা হয়। এমনকি আপনি অভ্র ফোনেটিকে km লিখলে তা কিমি. হয়ে যায়। তাই আমার মনে হয় "."এর ব্যবহারটা সমস্যা না। তবে এইচ.আই.ভি কে ফুলস্টপ ছাড়া না লেখাই ভাল, বলে আমার মনে হয়। এটাকে কি রিডাইরেক্ট করা উচিত হবে?? অনুগ্রহ করে সাজেশন দিন। ধন্যবাদ। মুনতাসির ০৬:১৬, ৫ জুলাই ২০০৭ (ইউটিসি)[উত্তর দিন]
ফুল স্টপের বিষয়ে আরও কথা বলা প্রয়োজন। কেউ যদি প্রকৃত বিষয়টি জানেন তো ভাল হয়। তবে আমি একমত, এই নিবন্ধের নামে কোন ফুল স্টপ থাকা উচিত নয়; কারণ ইংরেজিতেও HIV তে কোন ফুলস্টপ নেই। রিডাইরেক্ট করে দিচ্ছি। -- মুহাম্মদ ০৭:২৫, ৫ জুলাই ২০০৭ (ইউটিসি)[উত্তর দিন]