আলাপ:ঈসা

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ভিন্ন নিবন্ধ[সম্পাদনা]

ঈসা এবং যীশু আলাদা নিবন্ধে থাকা উচিত নয় কি? যেমমটা ইংরেজী উইকিপিডিয়াতে বাইবেলে বর্ণিত এবং কুরআনে বর্ণিত নবীদের উপর আলাদা ভুক্তি রয়েছে। যদিও তারা একই মনিষীকে নির্দেশ করে। রাজিবুল ০৪:৪৭, ২০ জুন ২০০৬ (ইউটিসি)[উত্তর দিন]

ইংরেজিতে জেসাস নামে প্রধান একটি প্রবন্ধ আছে যাতে জেসাস বিষয়ে সমস্ত সোর্স হতে প্রাপ্ত তথ্য অনুযায়ী আলোচনা করা আছে। এবং জেসাস ইন ইসলাম, জেসাস ইন ক্রিশ্চানিটি, জুদাইজম'স ভিউ অব জেসাস নামে অন্য প্রবন্ধও আছে যেগুলোতে সংশ্লিষ্ট দৃষ্টিকোণ থেকে আলোচনা আছে। বাংলায় যীশু নামের প্রবন্ধকে প্রধান অর্থাৎ তাতে সব ধর্মের দৃষ্টিভঙ্গি আলোচনা থাকা উচিত। আর এই প্রবন্ধের নাম ইসলাম ধর্মে ইসা (সাথে পুনঃনির্দেশ থাকবে ইসলাম ধর্মে যিশু)। উল্লেখ্য যে যীশুর বানান যিশু হওয়া উচিত। — ঋষি দরবেশ আলাপ ১৪:৪৮, ১২ আগস্ট ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]