আলাপ:ইয়োহানেস কেপলার

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ভালো নিবন্ধ ইয়োহানেস কেপলার প্রাকৃতিক বিজ্ঞানবিষয়ক ভালো নিবন্ধের মানদণ্ড অনুসারে একটি ভালো নিবন্ধ হিসেবে চিহ্নিত। আপনি যদি নিবন্ধটির আরো উন্নয়ন করতে সমর্থ হন, তবে অনুগ্রহপূর্বক তা করুন। আপনি যদি মনে করেন যে নিবন্ধটিতে মানদণ্ড অনুসৃত হয়নি তাহলে এটির পুনঃপর্যালোচনা আহবান করতে পারেন।
মে ১৬, ২০১৩ প্রস্তাবিত ভাল নিবন্ধ তালিকাভুক্ত

সপ্তর্ষিদার সম্পাদনা প্রসঙ্গে[সম্পাদনা]

টেলিস্কোপের বাংলা সংসদে আছে দূরবিন কিন্তু বাংলা একাডেমী অভিধানে আছে দুরবিন (http://www.bdwebguide.com/bengalidictionary.php লিংকে গিয়ে telescope রিখে সার্চ করুন)। সারল্যের বিচারে দুরবিন ব্যবহার করেছিলাম। তবে দুটোর মধ্যে কোনটা গ্রহন করা উচিত তা আমার কাছে স্পষ্ট নয়। টুবিঙেন কে টুবিঙ্গেন করা হয়েছে। এখানে একটা সমস্যা হচ্ছে জার্মান ভাষায় ঙ্গ উচ্চারণ করতে শুনিনি কখনো, সব সময়ই দেখেছি তারা নরম অর্থাৎ ঙ উচ্চারণ করে। উইকিপিডিয়া:বাংলা ভাষায় জার্মান শব্দের প্রতিবর্ণীকরণ-এ সরাসরি-ই বলা আছে ng কে বাংলায় শুধু ঙ লেখা উচিত। আমি এর সাথে একমত। -- মুহাম্মদ (আলাপ) ১৮:৩৩, ২৬ জুন ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]


ঠিক আছে মুহাম্মদ ভাই। আমার জার্মান ভাষার সম্বন্ধে একেবারেই কোন ধারণ নেই। তবে জার্মানীর বাইরে বিশেষ করে বাঙালিরা টিউবিগেন বা টুবিংগেন এরকম উচ্চারণ করে থাকে। তবে তাদের সবাই-ই জার্মান সম্বন্ধে "ক অক্ষর গোমাংস" । কাজেই আপনার যখন জার্মানের প্রত্যক্ষ জ্ঞান আছে তবে তো কোন কথাই নেই। আমার খুব একটা জোরালো মত নেই। আমার এডিট গুলো রিভার্ট করা হলে আমার কোন আপত্তি নেই। --সপ্তর্ষি(আলাপ | অবদান) ১৪:৫৪, ৪ অক্টোবর ২০১২ (ইউটিসি) আলাপ:ইয়োহানেস কেপলার/ভাল নিবন্ধ১[উত্তর দিন]

কেপলারের প্রথম নামের সঠিক উচ্চারণ[সম্পাদনা]

ইয়োহানেস কেপলার-এর পরিবর্তে ইয়োহানস কেপলার লেখাই সঠিকতর হবে বলে প্রতীয়মান হয়৤ - Faizul Latif Chowdhury (আলাপ) ১৭:৩৫, ২৫ মার্চ ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]