আলাপ:আর্জেন্টিনা জাতীয় মহিলা ফুটবল দল

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

নিবন্ধের নাম নিয়ে[সম্পাদনা]

Moheen ReeyadTauhid, দয়া করে জাতীয় ক্রীড়া দলগুলির ক্ষেত্রে নারী ব্যবহার না করে মহিলা শব্দটি ব্যবহার করুন (আপনারা হয়তো খেয়ালও করে থাকবেন যে, বাংলা উইকিপিডিয়ায় ক্রীড়া বিষয়ক নিবন্ধের নামের ক্ষেত্রে মহিলা ব্যবহার হয়ে আসছে)। যেমন: জাতীয় মহিলা ফুটবল দল, জাতীয় মহিলা ক্রিকেট দল ইত্যাদি। না হলে সব নিবন্ধগুলির সাথে নামের সামঞ্জস্য রাখাটা যেমন কঠিন হবে, তেমনি বিভিন্ন টেমপ্লেটেও ঝামেলা লেগে যাবে। --আফতাব (আলাপ) ১৪:০৫, ১৩ জুলাই ২০১৪ (ইউটিসি) একটা ভুল করে ফেলেছি। জাতীয় আগে আসবে, মহিলা পরে যাবে। --আফতাব (আলাপ) ২৩:৫৯, ১৩ জুলাই ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

আমিও মহিলা ব্যবহার করতে চেয়েছিলাম; কিন্তু অনুবাদক যেহেতু নারীদের শব্দটা ব্যবহার করেছেন তাই আমি তা ঠিক করে নারী করলাম (দেখালাম পরে অবশ্য তিনি তা রিভার্ট করেছেন)।-- তাওহীদ ১৪:০৯, ১৩ জুলাই ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]
ধন্যবাদ আফতাব, আপনার পরামর্শ এবং নিবন্ধে এ-বিষয়ে সম্পাদনার জন্যে! --মহীন রীয়াদ (আলাপ) ১৪:১৪, ১৩ জুলাই ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]