বিষয়বস্তুতে চলুন

আলাপ:আব্দুল মাজেদ

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: NahidHossain কর্তৃক ৪ বছর পূর্বে "নিবন্ধে শব্দের ব্যবহার" অনুচ্ছেদে


নিবন্ধে শব্দের ব্যবহার

[সম্পাদনা]

@NahidHossain: জনাব, নিবন্ধে সাবেক বাংলাদেশী সামরিক অফিসার না বলে কি বরখাস্তকৃত সামরিক অফিসার বলা কি অধিকতর গ্রহনযোগ্য কি না। এটা একটা প্রস্তাব। উইকি সবসময় নিরপেক্ষ ও সত্যটাই গ্রহন করে।  কুউ  পুলক  ০৫:২১, ১৪ এপ্রিল ২০২০ (ইউটিসি)উত্তর দিন

বাংলাদেশী হিসেবে বর্তমান প্রেক্ষিতে বরখাস্তকৃত বা এর থেকে আক্রমণাত্মক শব্দ ব্যবহার করলেও হয়তো খারাপ শোনাবে না। কিন্তু বৈশ্বিক ভাবে চিন্তা করলে সাবেক সেনা কর্মকর্তা হিসেবেই বেশি নিরপেক্ষ শোনায়। আমিও ঠিক পরিষ্কার জানিনা বিষয়টা, কিন্তু সাবেক সেনা কর্মকর্তা যিনি পরবর্তীতে স্বেচ্ছায় অবসরে গেছেন এবং এর ও অনেক পরে সম্ভবত রিসেন্ট সময়ে তাকে বরখাস্ত টাইপ কিছু ঘোষণা করা হয়েছে। আপাতত ইতিহাস পড়ে তো এতটুকুই মনে হয়েছে। NahidHossain (আলাপ) ০৬:২৮, ১৪ এপ্রিল ২০২০ (ইউটিসি)উত্তর দিন