বিষয়বস্তুতে চলুন

আলাপ:আবদুল মতিন

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: Nhasive কর্তৃক ১০ বছর পূর্বে "গ্রন্থতালিকা প্রসঙ্গে" অনুচ্ছেদে

গ্রন্থতালিকা প্রসঙ্গে

[সম্পাদনা]

এখানে যে গ্রন্থতালিকাটি দেয়া হয়েছে তা অন্য আবদুল মতিনের। তাঁর জন্ম ২৫ মার্চ, ১৯২৪। তিনি লন্ডনে থাকেন। এই পাতার বিষয়বস্তুর মতিন ওয়ার্কার্স পার্টি করতেন। আমার জানা মতে তিনি আওয়ামি লিগের ধারার কোনো বই লেখেননি। লন্ডনপ্রবাসী আবদুল মতিন সম্পর্কে একটি নিবন্ধ আবদুল মতিন (লেখক) নামে তৈরি করা হলও। সেটির তথ্যসূত্র আমার কাছে আছে বাংলা একাডেমী লেখক অভিধান, বর্তমান নিবন্ধটি পরিমার্জন ও পরিবর্ধন করা হলও। নতুন গ্রন্থতালিকা যুক্ত করা হলও।--সাদি (আলাপ) ১১:৫১, ৮ অক্টোবর ২০১৪ (ইউটিসি)উত্তর দিন

হুমম..বিষয়টা আমারও নজরে এসেছে। ধন্যবাদ। কিন্তু এখন যে তালিকা আছে এ বইগুলো কি সব ভাষা সৈনিক আবদুল মতিনের লেখা? এটা জানা জরুরী। আমি একটা তথ্য পেয়েছি যে উনার লেখা বই মাত্র একটা! তাই এ বিষয়টা নিয়ে কারো কাছে পূর্ণাঙ্গ তথ্য থাকলে সেটি যোগ করার অনুরোধ রইল। --নুরুন্নবী চৌধুরী হাছিবআলাপ ০৮:৩৭, ১১ অক্টোবর ২০১৪ (ইউটিসি)উত্তর দিন