আলাপ:অন্ধকার যুগ

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

অন্ধকার যুগ[সম্পাদনা]

১৩৫০ থেকে ১৮০০ খ্রিষ্টাব্দের মধ্যযুগ। মাঝখান দিয়ে ১২০১ থেকে ১৩৫০, অর্থাৎ ১৫০ বছর সময়টাকে ধরা হয় বাংলা সাহিত্যের অন্ধকার কিংবা তামস যুগ। কেউ কেউ তো আবার এই সময়টাকে ইউরোপের ‘দ্য ডার্ক এজ’-এর সাথে তুলনা করেন। মূলত তেরো শতকের গোড়ার দিকে তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খলজির বাংলা বিজয়ের পর হতে চৌদ্দ শতকের মধ্যভাগে ইলিয়াস শাহী বংশের অভ্যুদয়ের পূর্ব পর্যন্ত সময়ে বাংলা সাহিত্যের জন্য অন্ধকার যুগ ছিল। এর কারণ হিসেবে ধরা হয়, সে সময়ের শাসকদের ধর্মান্ধতা, পীড়ন, লুণ্ঠন, হত্যাষজ্ঞ ইত্যাদিকে। ফলে, কেউ সাহিত্য রচনার প্রেরণা কিংবা স্বাধীনতা পাননি। আর এ কারণে বাংলা সাহিত্যের মধ্যযুগের প্রারম্ভেই ‘অন্ধকার যুগ’ কথাটার সৃষ্টি হয়। তবে কোনো কোনো পণ্ডিত বাংলা সাহিত্যের অন্ধকার যুগ সম্পর্কে দ্বিমত পোষণ করেন। তাদের মতে, সে সময়ে খুব অল্প হলেও সাহিত্য সৃষ্টি হয়েছে। তাই একেবারে অন্ধকার যুগ ধরে নেওয়াটা অসমীচীন। 115.42.55.189 (আলাপ) ১৬:৪০, ৩০ নভেম্বর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]