আলাপ:অতিস্থূলতা
আলোচনা যোগ করুনঅবয়ব
সাম্প্রতিক মন্তব্য: Wikitanvir কর্তৃক ১৩ বছর পূর্বে "অনুবাদের মান" অনুচ্ছেদে
এই পাতাটি অতিস্থূলতা নিবন্ধের উন্নয়ন নিয়ে আলোচনার জন্য আলাপ পাতা। | |||
| নিবন্ধ সম্পাদনার নীতিমালা
|
অনুবাদের মান
[সম্পাদনা]নিবন্ধের ফরমেটিং খারাপ হলেও নিবন্ধটির অনুবাদের মান খারাপ নয়, কিছু প্রচেষ্টায় নিবন্ধটিকে একটি ভাল নিবন্ধে পরিণত করা যাবে। সকলকে অনুরোধ করবো নিবন্ধটির ফরমেটিং ঠিক করে এর মানোন্নয়ন করুন। ধন্যবাদ।--বেলায়েত (আলাপ | অবদান) ১১:৫৪, ২ ফেব্রুয়ারি ২০১১ (ইউটিসি)
- ভালো কিন্তু, আগে এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছিলো যে, দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। তাই এ অপসারণ। যা হোক, পূর্বের আলোচনার ঐকমত্য অনুসারে এ বিষয়ক একটা ট্যাগ তৈরি জরুরী হয়ে পড়েছে। সেটা করতেই হাত দিচ্ছি। — তানভির • আলাপ • ১২:০৪, ২ ফেব্রুয়ারি ২০১১ (ইউটিসি)
নিবন্ধটির ইংরেজী উইকিপিডিয়ার আন্তসংযোগ যোগ করা হয়েছে। ইংরেজী নিবন্ধটি দেখে রেফারেন্স লিঙ্ক এবং ফরমেটিং ঠিক করে দিলে নিবন্ধটি মোটামোটি দাঁড়িয়ে যাবে। আশা করি এতে হাত দিতে পারবো।--বেলায়েত (আলাপ | অবদান) ১২:০১, ২ ফেব্রুয়ারি ২০১১ (ইউটিসি)
- সাহায্যের জন্য কৃতজ্ঞতা। — তানভির • আলাপ • ১২:০৪, ২ ফেব্রুয়ারি ২০১১ (ইউটিসি)
- এখানে অজস্র রেফারেন্সের সমস্যা আছে। কেউ যদি প্রতিশ্রুতি দেয় যে এগুলো নিজ দায়িত্বে ঠিক করে দিবে, তাহলেই কেবল এটা রাখা চলে। ==রাগিব (আলাপ | অবদান) ১২:৩৭, ২ ফেব্রুয়ারি ২০১১ (ইউটিসি)
- আমারও একই মত, এবং সেটি নির্দিষ্ট সময়েই। আর সেজন্যই টেমপ্লেটটি দরকার। — তানভির • আলাপ • ১৩:৩১, ২ ফেব্রুয়ারি ২০১১ (ইউটিসি)
- এখানে অজস্র রেফারেন্সের সমস্যা আছে। কেউ যদি প্রতিশ্রুতি দেয় যে এগুলো নিজ দায়িত্বে ঠিক করে দিবে, তাহলেই কেবল এটা রাখা চলে। ==রাগিব (আলাপ | অবদান) ১২:৩৭, ২ ফেব্রুয়ারি ২০১১ (ইউটিসি)