আলফাজ উদ্দিন
আলফাজ উদ্দিন | |
|---|---|
| কুমিল্লা-১৯ আসনের সংসদ সদস্য | |
| কাজের মেয়াদ ১৮ ফেব্রুয়ারি ১৯৭৯ – ১২ ফেব্রুয়ারি ১৯৮২ | |
| পূর্বসূরী | জালাল আহমদ |
| ব্যক্তিগত বিবরণ | |
| জন্ম | মোহাম্মদ আলফাজ উদ্দিন ১৯৩২ শিলাস্থান গ্রাম, বিতারা, কচুয়া, চাঁদপুর, বেঙ্গল প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারত। (বর্তমান বাংলাদেশ) |
| মৃত্যু | ১৫ জুলাই ২০১৮ চট্টগ্রাম |
| জাতীয়তা | ব্রিটিশ ভারত (১৯৪৭ সাল পর্যন্ত) পাকিস্তান (১৯৭১ সালের পূর্বে) বাংলাদেশ |
| রাজনৈতিক দল | বাংলাদেশ জাতীয়তাবাদী দল |
| সন্তান | ২ ছেলে ও ৫ মেয়ে |
| পিতামাতা | পেয়ার আলী আমেনা খাতুন |
| বাসস্থান | চট্টগ্রাম |
| প্রাক্তন শিক্ষার্থী | কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ সাচার উচ্চ বিদ্যালয় |
আলফাজ উদ্দিন (১৯৩২–১৫ জুলাই ২০১৮) বাংলাদেশের চাঁদপুর জেলার রাজনীতিবিদ যিনি তৎকালীন কুমিল্লা-১৯ আসনের আসনের সংসদ সদস্য ছিলেন।[১][২]
প্রাথমিক জীবন
[সম্পাদনা]আলফাজ উদ্দিন ১৯৩২ সালে চাঁদপুরের কচুয়ার বিতারা ইউনিয়নের শিলাস্থান গ্রামে জন্মগ্রহণ করেন। তার ২ ছেলে ও ৫ মেয়ে। তার পিতার পেয়ার আলী ও মাতা আমেনা খাতুন। তিনি সাচার উচ্চ বিদ্যায়ল থেকে ১৯৪৭ সালে মেট্রিক পাশ করে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে ১৯৪৯ সালে এইচএসসি ও ১৯৫১ সালে বিএসসি পাশ করেন। তিনি চট্টগ্রামে বসবাস করতেন।[৩]
রাজনৈতিক জীবন
[সম্পাদনা]আলফাজ উদ্দিন কর্মজীবনের শুরুতে শিক্ষকতা করেন। রাজনীতিতে যোগদিয়ে তিনি চাঁদপুর মহকুমা বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। তিনি ১৯৭৯ সালের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে তৎকালীন কুমিল্লা-১৯ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।[১]
মৃত্যু
[সম্পাদনা]আলফাজ উদ্দিন ১৫ জুলাই ২০১৮ সালে চট্টগ্রামের একটি প্রাইভেট হাসপাতালে বার্ধক্য জনিত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।[৪] চাঁদপুরের কচুয়ার বিতারা ইউনিয়নের শিলাস্থান গ্রামের পারিবারিক কবস্থানে তাকে সমাহিত করা হয়।
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 "২য় জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ৪ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত।
- ↑ The Election Archives (ইংরেজি ভাষায়)। Shiv Lal। ১৯৮১।
- ↑ মো: আকাশ মিয়াজী (১৮ জুলাই ২০১৮)। "এমপি আলফাজ উদ্দিনের ইন্তেকাল: ইঞ্জিনিয়ার মানিকের শোক"। কচুয়া বাণী। ২৫ অক্টোবর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৫ অক্টোবর ২০২০।
- ↑ মোহাম্মদ মহিউদ্দিন (১৬ জুলাই ২০১৮)। "কচুয়ার সাবেক এমপি আলফাজ উদ্দিনের ইন্তেকাল"। দৈনিক চাঁদপুর কণ্ঠ। ২৫ অক্টোবর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৫ অক্টোবর ২০২০।
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |