আলতাফ হোসেন (রাজনীতিবিদ)
অ্যাডভোকেট আলতাফ হোসেন | |
---|---|
বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য | |
কাজের মেয়াদ ৭ মে ১৯৮৬ – ৩ মার্চ ১৯৮৮ | |
উত্তরসূরী | মিয়া আব্বাস উদ্দিন |
পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য | |
কাজের মেয়াদ ১৯৬২ – ১৯৬৫ | |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | আনু. ১৯৩৪ বাগেরহাট জেলা |
মৃত্যু | ৩ মে ২০০৯ বাংলাদেশ মেডিক্যাল কলেজ |
সমাধিস্থল | বনানী কবরস্থান |
রাজনৈতিক দল | বাংলাদেশ জাতীয়তাবাদী দল |
অন্যান্য রাজনৈতিক দল | জাতীয় পার্টি (এরশাদ) |
সন্তান | দুই ছেলে, এক মেয়ে |
আলতাফ হোসেন (আনু. ১৯৩৪-৩ মে ২০০৯) বাংলাদেশের বাগেরহাট জেলার রাজনীতিবিদ, আইনজীবী ও বাগেরহাট-৪ আসনের সাবেক সংসদ সদস্য।[১]
প্রাথমিক জীবন
[সম্পাদনা]আলতাফ হোসেন ১৯৩৪ সালে বাগেরহাটের মোরেলগঞ্জের কচুবুনিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।[২]
রাজনৈতিক জীবন
[সম্পাদনা]আলতাফ হোসেন একজন আইনজীবী ছিলেন। তিনি দীর্ঘদিন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মোরেলগঞ্জ উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৬২ সালে তিনি তৎকালীন পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হয়ে পার্লামেন্টারি সেক্রেটারি নিযুক্ত হয়েছিলেন। তিনি ১৯৮৬ সালের তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৪ আসন থেকে জাতীয় পার্টির মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।[১][২] এর পর বিএনপিতে যোগ দিয়ে কেন্দ্রীয় কমিটির সদস্য মনোনীত হন।[২]
১২ জুন ১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৪ আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়ন নিয়ে তিনি পরাজিত হন।[৩]
মৃত্যু
[সম্পাদনা]আলতাফ হোসেন ৩ মে ২০০৯ সালে বাংলাদেশ মেডিক্যাল কলেজ ও হসপিটালে চিকিৎসাধীন মৃত্যুবরণ করেন।[২]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ "৩য় জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা।
- ↑ ক খ গ ঘ "বাগেরহাটের সাবেক সাংসদ আলতাফ হোসেনের মৃত্যু"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ৩ মে ২০০৯। ১৫ জুন ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০২০।
- ↑ "আলতাফ হোসেন, আসন নং: ৯৮, বাগেরহাট-৪, দল: বিএনপি (ধানের শীষ)"। দৈনিক প্রথম আলো। ১২ জুন ১৯৯৬। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০২০।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |